Viral Video

চেয়ারে বসা নিয়ে চপ্পল-যুদ্ধ! দু’জনের ঝামেলা বাধিয়ে চম্পট দিল তৃতীয় জন, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঠের মধ্যে চেয়ারে বসে খেলা দেখছেন এক তরুণ। খেলা চলাকালীন এক গুরুত্বপূর্ণ সময়ে উত্তেজিত হয়ে পড়েন তিনি। উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে যান। সেই সুযোগ কাজে লাগান অন্য এক তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১০:২৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মাঠে চেয়ার পেতে বসে খেলা দেখছিলেন এক তরুণ। উত্তেজিত হয়ে উঠে দাঁড়াতেই স্থান পরিবর্তন হল চেয়ারের। অন্য এক প্রৌঢ়ের কাছে ‘চলে গেল’ সেটি। প্রৌঢ় বসেও পড়লেন। আর তা নিয়েই ভুল বোঝাবুঝি। বাগ্‌বিতণ্ডা গড়াল চপ্পল-যুদ্ধে। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঠের মধ্যে চেয়ারে বসে খেলা দেখছেন এক তরুণ। খেলা চলাকালীন এক গুরুত্বপূর্ণ সময়ে উত্তেজিত হয়ে পড়েন তিনি। উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে যান। সেই সুযোগ কাজে লাগান অন্য এক তরুণ। তিনি চেয়ারটি সরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা প্রৌঢ়ের কাছে এগিয়ে দেন। বসতেও বলেন তাঁকে। খুশি হয়ে বসে পড়েন প্রৌঢ়। অন্য দিকে পিছনে চেয়ার আছে মনে করে বসতে গিয়েই বিপত্তি বাধে তরুণের। পপাত ধরণীতল হয়ে ডিগবাজি খেয়ে যান। গা-হাত পা ঝেড়ে তিনি প্রৌঢ়কে চেয়ারে বসে থাকতে দেখে ঝামেলা শুরু করেন। ভুল বুঝে চপ্পল হাতে তেড়ে যান প্রৌঢ়ের দিকে। ওই প্রৌঢ়ও জুতো হাতে তুলে নিয়ে তরুণকে পেটাতে শুরু করেন। অন্য দিকে, যিনি পুরো কাণ্ডটি ঘটিয়েছেন, সেই তরুণ ঘটনাস্থল থেকে চম্পট দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘গুহন’ নামের এক্স হ্যান্ডল থেকে গত বৃহস্পতিবার পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় ১০ লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কেয়া বাত! এ ভাবে দু’জনের মধ্যে গন্ডগোল পাকিয়ে পালিয়ে গেল তৃতীয় জন। ওকে ধরে আনো।’’ অন্য এক নেটাগরিক আবার লিখেছেন, ‘‘আমারও এ রকম শয়তান বন্ধু আছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement