চার হাত এক হতে চলেছে দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। ছবি: সংগৃহীত।
বুধবার সকাল থেকেই সাজ সাজ রব। গত দু’মাসের অপেক্ষার অবসান। চার হাত এক হতে চলেছে দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। হায়দরাবাদে পারিবারিক স্টুডিয়োয় বিবাহবাসর। আগেই জানা গিয়েছিল, জাঁকজমক নয়, বরং ঐতিহ্যবাহী ভাবেই বিয়ে করতে চাইছেন নাগা-শোভিতা। নিমন্ত্রিতের তালিকাতেও থাকবেন শুধু আত্মীয় পরিজন এবং ঘনিষ্ট বন্ধু, সহকর্মীরা।
আক্কিনেনি পরিবারের সঙ্গে দক্ষিণী চলচ্চিত্রের যোগ প্রায় গত আট দশকের। নাগার ঠাকুরদা আক্কিনেনি নাগেশ্বর রাও ছিলেন চলচ্চিত্র জগতের অন্যতম মুখ। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার ক্ষেত্রেও তিনি এক স্তম্ভস্বরূপ। তাঁর পুত্র নাগার্জুন অক্কিনেনিও নায়ক হিসাবে রাজত্ব করেছেন নব্বইয়ের দশক। বলিউড তাঁকে মনে রেখেছে ‘ক্রিমিনাল’ হিসাবে। ১৯৯৪ সালে মুক্তি পায় মহেশ ভট্টের ‘ক্রিমিনাল’। এ ছবিতে মনীষা কৈরালার বিপরীতে তাঁর অভিনয় আজও মনে রেখেছেন দর্শক। নাগার্জুনের পুত্র নাগা চৈতন্য অবশ্য সে ভাবে বলিউডে কাজ করার সুযোগ পাননি এখনও। তবে দক্ষিণী ছবির জন্যই তাঁর পরিচিতি।
পারিবারিক রীতি মেনে নাগা বিয়ে করতে চলেছেন তেলুগু অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। ৪ ডিসেম্বর অন্নপূর্ণা স্টুডিয়োয় এই বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে পারেন দক্ষিণী চলচ্চিত্র জগতের তাবড় তারকা। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, অতিথি হিসাবে দেখা যেতে পারে চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী ও তাঁদের পরিবারকে। দেখা যেতে পারে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও তাঁর পরিবারকেও। আক্কিনেনি পরিবারের অন্য তারকা সদস্যরা তো থাকছেনই।
এ ছাড়াও উপস্থিত থাকতে পারেন, রামচরণ-উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদকরও। থাকতে পারেন এসএস রাজামৌলি এবং প্রভাস।
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, ঠাকুরদার মতোই ঐতিহ্যবাহী ‘পঞ্চা’ পরে বিয়ে করতে যাবেন নাগা চৈতন্য। শোভিতাও বিয়ের দিন ঐতিহ্যবাহী শাড়িই পরবেন। সম্ভবত তিনি বেছে নেবেন আসল সোনার সুতোয় বোনা কাঞ্জিভরম শাড়ি। সেখানেও থাকছে সেই শিকড়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য। আবার অনেকে মনে করছেন নাগার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি বেছে নিতে পারেন অন্ধ্রপ্রদেশের পন্ডুরুর হাতে বোনা সাদা খাদি শাড়ি।