Future of INDIA Alliance

ইন্ডিয়া মঞ্চের ভবিষ্যৎ নিয়ে উঠল প্রশ্ন

সমাজবাদী পার্টির পরে গত কাল তৃণমূল দিল্লির ভোটে আপকে সমর্থন জানিয়েছিল। আজ উদ্ধব ঠাকরের শিবসেনা আপ-কে সমর্থন জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ০৮:৫৪
Share:

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র চতুর্থ বৈঠকে বিরোধী নেতানেত্রীরা। ছবি: পিটিআই।

লোকসভা নির্বাচনের সাত মাসের মধ্যেই বিরোধীদের ইন্ডিয়া মঞ্চের মতান্তর নিয়ে কোলাহল শুরু হয়ে গেল।

Advertisement

প্রথমে ইন্ডিয়া মঞ্চের নেতৃত্বের ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে তৃণমূল কংগ্রেসের দাবি। তার পরে দিল্লিতে আম আদমি পার্টির বিরুদ্ধে কংগ্রেস ভোটের ময়দানে নামার পরে ইন্ডিয়া মঞ্চ থেকে কংগ্রেসকেই বার করে দেওয়ার জন্য অরবিন্দ কেজরীওয়ালের হুঁশিয়ারি। এর পরে দিল্লির ভোটে তৃণমূল, সমাজবাদী পার্টি, উদ্ধব ঠাকরের শিবসেনার আম আদমি পার্টিকে সমর্থন। শেষে তেজস্বী যাদব, ওমর আবদুল্লাদের ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন।

এই অস্বস্তিকর পরিবেশের মধ্যে আজ কংগ্রেসই জানিয়ে দিল, লোকসভা নির্বাচনের জন্যই ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল। রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনে কে কোথায় জোট বেঁধে লড়বে, তা সেই রাজ্যের পরিস্থিতি অনুযায়ী কংগ্রেস ও আঞ্চলিক দলের নেতৃত্ব ঠিক করছেন। বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য ইন্ডিয়া জোট তৈরি হয়নি।

Advertisement

সমাজবাদী পার্টির পরে গত কাল তৃণমূল দিল্লির ভোটে আপকে সমর্থন জানিয়েছিল। আজ উদ্ধব ঠাকরের শিবসেনা আপ-কে সমর্থন জানিয়েছে। উদ্ধবের শিবসেনার নেতা সঞ্জয় রাউত যুক্তি দিয়েছেন, দিল্লিতে আপ বড় দল। তাই বিজেপিকে হারাতে আপ-কেই সমর্থনের সিদ্ধান্ত। তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ জানিয়েছেন, প্রয়োজনে তৃণমূল দিল্লিতে আপ-এর হয়ে প্রচার করবে।

আজ কেজরীওয়াল তাঁর সঙ্গে মমতার ছবি এক্স-হ্যান্ডলে তুলে ধরে সমর্থনকারী দলগুলিকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে কংগ্রেসকে বার্তা দিয়ে বলেছেন, দিল্লিতে লড়াইটা আম আদমি পার্টির সঙ্গে বিজেপির। ইন্ডিয়ার সঙ্গে নয়।

রাজনৈতিক শিবির মনে করছে, দিল্লির ভোটের পরে ইন্ডিয়ায় ভাঙন কার্যত নিশ্চিত। কারণ জিতলে কেজরী বলবেন, কংগ্রেস তাঁর বিরুদ্ধে নামলেও তিনি ভোটে জিতেছেন। আবার হেরে গেলে বা তাঁর আসন কমে গেলেও তিনি কংগ্রেসকেই দায়ী করবেন। আজ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা মন্তব্য করেছেন, “ইন্ডিয়া মঞ্চের কত দিন মেয়াদ, তা কিছুই ঠিক হয়নি। ইন্ডিয়া জোটের নেতৃত্ব, তার ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও কোনও স্পষ্ট ধারণা নেই। যদি শুধু লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া জোট তৈরি হয়ে থাকে, তা হলে এখন তা গুটিয়ে ফেলা উচিত।” আরজেডি-র তেজস্বী যাদবও বলেছেন, ইন্ডিয়া জোট শুধু লোকসভা নির্বাচনের জন্যই তৈরি হয়েছিল।

কংগ্রেস সূত্রের খবর, দলীয় নেতৃত্বও এখন নিজস্ব শক্তি বাড়ানোর দিকে নজর দিতে চাইছে। রাহুল গান্ধী আগামী সপ্তাহে দিল্লিতে জনসভা করবেন। ২৬ জানুয়ারি তিনি বি আর অম্বেডকরের জন্মস্থানে যেতে পারেন। কংগ্রেস মুখপাত্র পবন খেরার মন্তব্য, “আঞ্চলিকনেতানেত্রীরা ঠিকই বলছেন যে লোকসভা নির্বাচনের জন্যই ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল। রাজ্যের বিধানসভা ভোটে পরিস্থিতি অনুযায়ী কংগ্রেস ও আঞ্চলিক দলগুলি জোট নিয়ে সিদ্ধান্ত নেবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement