Saif Ali Khan

সুস্থ হলেই সইফ ফিরবেন ‘জুয়েল থিফ’ হয়ে! আর কোন কোন ছবি রয়েছে তাঁর হাতে, কবে মুক্তি?

যদিও ‘রেস ৩’-এ বাদ পড়েছিলেন তিনি। চতুর্থ পর্বে সইফকে ফিরিয়ে আনার বিষয়ে রমেশ তৌরানি যে খুবই খুশি, তা জানিয়েছিলেন নিজেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৯:৩২
Share:

সুস্থ হলে সইফ কি ফিরবেন শুটিংয়ে? ছবি: সংগৃহীত।

হাসপাতালে শুয়ে ৫৪ বছরের অভিনেতা। এ দিকে তাঁর প্রতীক্ষায় নতুন ছবির সেট।

Advertisement

গত বুধবার গভীর রাতে সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে হঠাৎই ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অভিনেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেয় ওই দুষ্কৃতী। ঘাড়ে, শিরদাঁড়ায় আর হাতে মোট ছ’টি জখম নিয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সইফকে। চিকিৎসকেরা জানিয়েছেন, সইফের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আর কয়েক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

কিন্তু কবে তিনি ফিরবেন শুটিংয়ে? এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। এই মুহূর্তে সইফের জন্য অপেক্ষা করছে ‘জুয়েল থিফ— দ্য রেড সান চ্যাপ্টার’। রবি গ্রেওয়াল পরিচালিত এই ছবিতে সইফের সঙ্গে দেখা যাবে সোনু সুদ, অনুপম খের, জয়দীপ আহলাওয়াটকে। এই ছবির প্রযোজক সিদ্ধার্থ আনন্দ ও তাঁর স্ত্রী মমতা আনন্দ। এর আগে সইফ ‘সালাম নমস্তে’ এবং ‘তা রা রম পম’ ছবিতে সিদ্ধার্থের সঙ্গে কাজ করেছেন। আগামী মার্চেই এই ছবি মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যেই শেষ হয়েছে শুটিং।

Advertisement

আরও একটি ছবির কাজ শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ‘কর্তব্য’ নামের সেই ছবিটির পরিচালক পুলকিত। এ ছবিটি অবশ্য ওটিটি-তে মুক্তি পাবে বলেই জানা গিয়েছে। তবে ঠিক কবে মুক্তি পাবে ছবিটি, তা জানাতে পারেননি পুলকিত।

এরই পাশাপাশি আসতে চলেছে ‘রেস ৪’। গত অক্টোবরেই বর্ষীয়ান প্রযোজক রমেশ তৌরানি ‘রেস’ ফ্র্যানচাইজ়ির পরবর্তী ছবির কথা ঘোষণা করেছিলেন। আর ‘রেস’ মানেই সইফ। যদিও ‘রেস ৩’-এ বাদ পড়েছিলেন তিনি। চতুর্থ পর্বে সইফকে ফিরিয়ে আনার বিষয়ে রমেশ তৌরানি যে খুবই খুশি, তা জানিয়েছিলেন নিজেই। মনে করা হচ্ছে আগামী সেপ্টেম্বরেই শুটিং শুরু হবে এই ছবির।

জানা গিয়েছে, সন্দীপ রেড্ডি বঙ্গার পরবর্তী ছবি ‘স্পিরিট’-এও দেখা যেতে পারে সইফকে। এ ছবির নায়ক প্রভাস। প্রিয়দর্শনের সঙ্গেও একটি ছবিতে কাজ করতে পারেন সইফ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement