Mithai

TV Serial: কর্পোরেট সাজে নতুন ভেল্কি ‘মিঠাই’-এর! ব্যাটে-বলে এগিয়ে ‘উমা’

নিজেকেই নিজে ছাপিয়ে গিয়েছে ‘মিঠাই’, নায়িকার কর্পোরেট লুকে মুগ্ধ দর্শক!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ১৫:৫৯
Share:

মানুষী প্রেমকে হারিয়ে কি জিতে যাচ্ছে অন্য ভালবাসা? ছোটপর্দার রেটিং তালিকা বলছে, ভালমন্দ রান্না-পেটপুজো থেকে ক্রিকেট প্রেম কিংবা ঢাকের বাদ্যি ঘিরে বাঙালি আবেগের কাছে ইদানীং দশ গোল খাচ্ছে রোমান্স-বিচ্ছেদে বোনা সম্পর্কের কাহিনির চেনা ছক। তাই হই হই করে দর্শক-পছন্দে এগিয়ে যাচ্ছে 'মিঠাই', 'খুকুমনি হোম ডেলিভারি' কিংবা 'উমা'!

Advertisement

নম্বরের দিক থেকে নিজেকেই নিজে ছাপিয়ে গিয়েছে ‘মিঠাই’। মিঠাইয়ের কর্পোরেট লুকে মুগ্ধ সিদ্ধার্থ, দর্শকেরাও। ১১.২ পেয়ে ধারাবাহিক তাই ‘সেরার সেরা’। চলতি সপ্তাহেও স্টার জলসায় সেরা ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’। প্রাপ্ত নম্বর ৮.৪। দুই চ্যানেল মিলিয়ে রেটিং তালিকায় পঞ্চম স্থানে এই ধারাবাহিক। মিষ্টি তৈরি থেকে ভালমন্দ রেঁধে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। 'দর্শনেই অর্ধ ভোজন'-এর টানেই কি বাঁধা পড়লেন দর্শক?

রেটিং চার্টে কে কোথায়

৯.৩ পেয়ে রেটিং তালিকায় দ্বিতীয় ‘উমা’। দর্শকদের রায়, ব্যাটে-বলে ভালই খেলছে মহিলা ক্রিকেটার। তৃতীয় স্থানে ফিরে এসেছে ‘অপরাজিতা অপু’। সে পেয়েছে ৮.৮। ৮.৫ পেয়ে চতুর্থ ‘যমুনা’। মহিলা ঢাকির বাদ্যিতে মজে বাঙালি দর্শককুল। নম্বরেই তা ফের প্রমাণিত।

Advertisement


‘খুকুমণি’র সঙ্গে এ সপ্তাহে জোট বেঁধেছে ‘সর্বজয়া’। স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে এনে দেবশ্রী রায়ের সংগ্রহে ৮.৪।

চলতি সপ্তাহে মোট নম্বরে দুই চ্যানেলের ফারাক জানা যায়নি। তবে গত সপ্তাহের থেকে নম্বর বেড়েছে প্রায় প্রত্যেক ধারাবাহিকেরই। বাকিরা কে কোথায়? চোখ রাখুন চার্টে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement