Bengali Serial

TV Serial: ধারাবাহিকের যুদ্ধে এগিয়ে খুকুমণির ‘শাপলা-চিংড়ির ঘণ্ট’, চ্যানেল সেরা ‘মিঠাই’

রেটিং চার্টে ৬০৬ নম্বর পেয়েছে স্টার জলসা, জি বাংলার ঝুলিতে ৫৯৫

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৪:৫৬
Share:

খুকুমণির হাতে জাদু আছে? তার রান্না খেয়ে একগুঁয়ে বিহান কুপোকাৎ। খুকুমণির রান্না করা চিতল মাছের মুইঠ্যা খাবে তবু ফলের রস ছোঁবে না! এই জাদুতেই মন্ত্রমুগ্ধ দর্শকেরাও। মিঠাইয়ের ‘মনোহরা’র পরেই বাঙালি চেটেপুটে খাচ্ছে ‘শাপলা-চিংড়ির ঘণ্ট’। যার জোরে আগের সপ্তাহের মতো চলতি সপ্তাহেও স্টার জলসা ‘চ্যানেল সেরা’ ‘খুকুমণি হোম ডেলিভারি’। রোহিত সেনের পরেই সবাই নাকি বলছেন, খুকুমণির মতো হোম ডেলিভারি যদি বাস্তবেও ঘটত। স্নেহাশিস চক্রবর্তীর এই ধারাবাহিক পেয়েছে ৭.৮। ৬.৯ পেয়ে চ্যানেলের দ্বিতীয় স্থানে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের ধারাবাহিক ‘মন ফাগুন’। শন বন্দ্যোপাধ্যায়-সৃজলা গুহ-র নতুন জুটিও একই ভাবে ভাল লাগছে দর্শকদের।

Advertisement

বাকি ফলাফল প্রতি সপ্তাহের মতোই। ১০.৮ পেয়ে ‘মিঠাই’ এ বারেও প্রথম। ৮.৬ পেয়ে দ্বিতীয় ‘উমা’। ‘যমুনা ঢাকি’ ৮.৪ পেয়ে দ্বিতীয় থেকে নেমে এসেছে তৃতীয় স্থানে। চতুর্থ ‘সর্বজয়া’। সে পেয়েছে ৮.৩ নম্বর। ৭.৮ পেয়ে যুগ্ম পঞ্চম ‘অপরাজিতা অপু’, ‘খুকুমণি’।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

চলতি সপ্তাহে চ্যানেলের ফারাক অনেকটাই কম। ৬০৬ নম্বর পেয়েছে স্টার জলসা। জি বাংলার ঝুলিতে ৫৯৫। বাকিরা কে কোথায়? চোখ রাখুন চার্টে

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement