Pride Week

Pride: ‘সমাজ এখনও বদলায়নি, তবে আমি আশা রাখি’, প্রেম ও যৌনতায় রামধনুর রং আনার বার্তা মিমির

মিমি চক্রবর্তীর বার্তা, ‘প্রেম তো প্রেমই’। এই প্রেমের মাসে তিনিও সরব হলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৯:২৩
Share:

প্রাইড মাস পালন মিমি চক্রবর্তীর।

দেশে স্বাধীনতা এক দিনে আসেনি। সময় লেগেছে। সেই ইতিহাসের উপরে ভরসা রেখেই সমাজ বদলের আশা মিমি চক্রবর্তীর। লিঙ্গের সীমারেখাহীন প্রেমের মাস (প্রাইড মান্‌থ)-এ তিনিও প্রেমের কথা বললেন নেটমাধ্যমে। মিমির বার্তা, ‘প্রেম তো প্রেমই’। অর্থাৎ লিঙ্গ বুঝে প্রেমে পড়া যায় না। যৌন আকর্ষণ তৈরি হওয়ার ক্ষেত্রেও এ সব লক্ষ্মণরেখা মিলিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডিজিটালকে অভিনেত্রী জানালেন, তিনি চিরকালই সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন, যাঁরা সমাজে বারবার ব্রাত্য হয়েছেন। যাঁদের প্রেম ও কাম কেবল নারী ও পুরুষে সীমাবদ্ধ নয়। তাই মিমি চান নারী, পুরুষ, রূপান্তরকামী, রূপান্তরিত— বিভিন্ন লিঙ্গের মানুষ একে অপরের প্রেমে পড়ার স্বাধীনতা পান। একে অপরের প্রতি যৌনতার ইচ্ছা প্রকাশ করুন। সেই রামধনুর মতো রঙিন প্রেম উদ্‌যাপনে মাতলেন মিমিও। বললেন, ‘‘রোজ কাজ করি আমি সেই মানুষগুলোর সঙ্গে। খুব কাছ থেকে দেখেছি তাঁদের কষ্ট।’’

অভিনেত্রীর আক্ষেপ, সমাজ এখনও বদলায়নি। তাই ভালবাসতে গেলেও সমাজের চোখ রাঙানি সহ্য করতে হয় কিছু মানুষকে। তবে একই সঙ্গে তিনি আশাবাদী। কারণ, মিমি জানেন, কোনও বড় বদল আনতে গেলে বা বিপ্লব আনতে গেলে সময় লাগে। এক দিনে হয় না। মিমির কথায়, ‘‘আজ একটি সৎ কারণে এই প্রেমের মাসের পালন করছেন কিছু মানুষ। আজ ১০০ জন মানুষ এগিয়ে এসেছেন। কাল এক লক্ষ মানুষ আসবেন। তারও পরের দিন এক কোটি মানুষ লিঙ্গ বিভেদ এবং প্রেমে পড়ার ক্ষেত্রে লিঙ্গের বাধা নিষেধ না মানার জন্য আওয়াজ তুলবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement