আমার সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের দূরত্ব বজায় থাকে। ওঁর সঙ্গেও ছিল। কিন্তু কোথাও মানুষ অভিষেককে এত দিন কাজ করার সুবাদে বুঝতে পারতাম। স্ত্রী, মেয়ে নিয়ে ওর ভরা সংসার। কিন্তু ভেতরে অভিনেতা অভিষেক, নায়ক অভিষেক ছটফট করত। ভাল কাজ।আরও কাজ...
ফাইল চিত্র।
সকাল আজকাল মাঝে মাঝেই রাতের মতো কালো হয়ে আসে। অভিষেক চট্টোপাধ্যায়। বিগত দশ বছর ধরে আমাদের ম্যাজিক মোমেন্টসের প্রযোজনা সংস্থায় কাজ করছেন। বড্ড ছুটি চাইতেন। লম্বা ছুটি। খানিক মনোমালিন্য হতো আমার সঙ্গে। হয়তো বললাম, " এত দিন ছুটি নিলে কাজটা করব কী করে?" উনি তখন বললেন, " ম্যাডাম ছুটি আমাকে দিতেই হবে। তাই বলে আমায় কাজ থেকে বাদ দিয়ে দেবেন না। এরকম নয় যে আপনার সঙ্গে কাজ না করলে ইন্ডাস্ট্রিতে আমি আর কাজ পাবো না। কিন্তু আমি আপনাদের প্রযোজনা সংস্থায় কাজ করতে চাই।" এমনই ছিলেন অভিষেক।
আমার সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের দূরত্ব বজায় থাকে। ওঁর সঙ্গেও ছিল। কিন্তু কোথাও মানুষ অভিষেককে এত দিন কাজ করার সুবাদে বুঝতে পারতাম। স্ত্রী, মেয়ে নিয়ে ওর ভরা সংসার। কিন্তু ভেতরে অভিনেতা অভিষেক, নায়ক অভিষেক ছটফট করত। ভাল কাজ।আরও কাজ...
তবে ওর শরীর ভাল ছিল না। দীর্ঘ দিন ধরে সমস্যায় ভুগছিলেন পা নিয়ে। পা নাড়াতে পারতেন না। রক্তচলাচল স্বাভাবিক ছিল না। আমাদের পরিচালক- প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন "আমি বসে বসে ঠিক ম্যানেজ করে অভিনয় করে নেব।" ইন্ডাস্ট্রিতে এই বয়সের অভিনেতা পাওয়া এখন বিরল। আমার পরের কাজেও ওর জন্য চরিত্র ঠিক করা ছিল। সব গোলমাল হয়ে গেল।
ধার্মিক মানুষ ছিলেন। ঈশ্বরের কাছে নত হতেন। সামনে লম্বা ছুটি নিয়েছিলেন। বাইরে যাবেন সপরিবারে। টিকিট কাটা।
এ কোন ছুটির টিকিট কাটলেন অভিষেক আপনি?