Koushani Mukherjee

Koushani Mukherjee: বাংলাদেশের নায়ক শান্তের সঙ্গে টলিউডের কৌশানীর প্রেম?

সম্প্রতি বাংলাদেশের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কৌশানী। ছবির নাম 'পিয়া রে'।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৮
Share:

কৌশানি মুখোপাধ্যায়।

প্রেমিক বনি সেনগুপ্তকে ছেড়ে বাংলাদেশের নায়ক শান্ত খানের সঙ্গে পর্দায় প্রেম করবেন কৌশানী মুখোপাধ্যায়? ২৬ সেপ্টেম্বর কলকাতা থেকে ঢাকায় উড়ে যাচ্ছেন টলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকা।

Advertisement

সম্প্রতি বাংলাদেশের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কৌশানী। ছবির নাম 'পিয়া রে'। প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। শাপলা মিডিয়ার পক্ষে জানানো হয়েছে ছবির কাজ শুরু হবে এ বার।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানিয়েছেন, করোনা পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। বাংলাদেশে লকডাউন আর নেই। ছবির কাজ সংক্রান্ত প্রয়োজনীয় সরকারি অনুমতিও পেয়ে গিয়েছেন তাঁরা। পুবাইল ও চাঁদপুর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কৌশানী ও শান্তকে নিয়ে কাজ চলবে সেপ্টেম্বরের শেষ অবধি।

Advertisement

পূজন মজুমদারের পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করবেন দুই বাংলার শিল্পীরা। কলকাতা থেকে কৌশানী ছাড়া থাকছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement