Entertainment news

বলিউডের অন্যতম হট অভিনেতার বান্ধবী, সুন্দরী এই মডেলকে চেনেন?

কার সঙ্গে ডেট করছেন?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুন ২০১৯ ১৫:০০
Share:
০১ ১৪

পঞ্জাবে জন্ম। সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা। পরে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতক। সুন্দরী তো বটেই, পাশাপাশি অত্যন্ত মেধাবী এই তরুণী।

০২ ১৪

তবে আইটি নিয়ে পড়াশোনা করলেও এই তরুণী কিন্তু পেশায় একজন মডেল। ২০১১ সালে মিস হিমাচল প্রদেশ হয়েছিলেন। সম্প্রতি মডেলিং থেকে অভিনয় শুরু করেছেন তিনি।

Advertisement
০৩ ১৪

নাম শীতল ঠাকুর। পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ শীতল। বেশ কিছু ধারাবাহিক ও সিনেমায় কাজ করেছেন। ২০১৬ সালে প্রথম তাঁকে দেখা গিয়েছিল ‘বাম্বাকুট’ ছবিতে।

০৪ ১৪

তাঁর বলিউড ডেবিউ হয় রণবীর সিংহ-সোনাক্ষী সিনহা অভিনীত ‘লুটেরা’ ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই শীতল দর্শকদের নজর কেড়েছিলেন।

০৫ ১৪

তারপর ২০১৭ সালে ‘ব্রিজ মোহন অমর রহে’ এবং ২০১৯ সালে ‘ফু সে ফ্যানটাসি’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

০৬ ১৪

অভিনয় ছাড়াও আরও একটি কারণে সম্প্রতি বেশ চর্চায় এই মডেল-অভিনেত্রী। কেন জানেন?

০৭ ১৪

চর্চা আসলে তাঁর বয়ফ্রেন্ডকে নিয়ে। ২০১৫ সাল থেকে ডেট করছেন তিনি। কিন্তু কার সঙ্গে ডেট করছেন?

০৮ ১৪

বলিউডের অন্যতম হট অভিনেতার সঙ্গে ডেট করছেন শীতল। বলি সূত্রে এমনই খবর।

০৯ ১৪

জানা যাচ্ছে, তাঁদের দু’জনকে প্রায়ই এক সঙ্গে দেখা যায়। কখনও রেস্তরাঁ, কখনও ফিল্ম দেখতে দু’জনে এক সঙ্গে হাজির হন। ক্যামেরায় সে সব ছবি ধরাও পড়েছে।

১০ ১৪

শীতলের বয়ফ্রেন্ড সিরিয়ালের পাশাপাশি বলি ছবিতেও অভিনয় করেছেন। তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত সেরা অভিনয় ‘বালিকা বধূ’-তে। ‘বালিকা বধূ’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

১১ ১৪

তার পাশাপাশি ‘ধরম বীর’, ‘বাবা অ্যায়সা বর ঢুনঢো’, ‘কবুল হ্যায়’ সিরিয়ালে অভিনয় করেছেন। ‘মিরজাপুর’ এবং ‘ক্রিমিনাল জাস্টিস’ নামে দুটো ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে।

১২ ১৪

মডেল-অভিনেত্রী শীতল ঠাকুরের বয়ফ্রেন্ডকে চিনতে পারছেন এ বার?

১৩ ১৪

ঠিকই ধরেছেন, বিক্রান্ত ম্যাসি। জনপ্রিয় এই অভিনেতাই তাঁর বয়ফ্রেন্ড। সম্প্রতি তাঁদের প্রেম এক বছর পূর্ণ করল।

১৪ ১৪

লভ অ্যানিভার্সারিতে একটি রেস্তরাঁয় গিয়ে একান্তে সময় কাটিয়েছেন তাঁরা। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেন শীতল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement