Kareena Kapoor Khan

নরেন্দ্র মোদীর ডাকে দিল্লি গিয়েছিল কপূর পরিবার, দুই ছেলের জন্য কী চেয়ে আনলেন করিনা?

প্রধামন্ত্রীর সঙ্গে দেখা করলেন করিনা কপূর। সাক্ষাতের ফাঁকেই নরেন্দ্রমোদীর কাছ থেকে দুই ছেলে তৈমুর ও জেহের জন্য কী নিয়ে এলেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৩:২৫
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কপূর পরিবারের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত।

১৪ ডিসেম্বর রাজ কপূরের জন্ম শতবর্ষ পূর্তি। সেই উপলক্ষে দিল্লিতে শুরু হচ্ছে রাজ কপূর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যায় গোটা কপূর পরিবার। করিশ্মা থেকে করিনা তাঁর স্বামী সইফ আলি খান, রণবীর কপূর, নীতু কপূর, আলিয়া ভট্ট, আদর জৈন ছাড়াও করিশ্মা-করিনার পিসি পিসেমশাইয়েরাও উপস্থিত ছিলেন দিল্লিতে। সকলে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তবে এর ফাঁকেই নরেন্দ্র মোদীর কাছ থেকে দুই ছেলে তৈমুর ও জেহের জন্য বিশেষ কিছু সংগ্রহ করে নিলেন করিনা।

Advertisement

প্রধানমন্ত্রীর কাছে থেকে তাঁর ‘অটোগ্রাফ’ নিয়ে এলেন করিনা ছেলে তৈমুর ও জেহের জন্য। প্রধামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বেজার খুশি বেবো। ঠাকুরদা রাজ কপূরর জন্ম শর্তবর্ষ উপলক্ষে যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে তাঁর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী স্বাক্ষর সংগ্রহ করছেন করিনা কপূর। ছবি: সংগৃহীত।

করিনা লেখেন, ‘‘মোদীজিকে অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর দুপুরটার জন্য। আপনার উষ্ণ অভ্যর্থনায় আমরা আপ্লুত। এ বছর ঠাকুরদার শততম জন্মবর্ষিকী উদ্‌যাপন করছি আমরা। তাঁর চিন্তাভাবনা, ভারতীয় সিনেমায় তাঁর অবদান, তাঁর ঐতিহ্য আমাদের অনুপ্রাণিত করছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, ভবিষ্যতেও করবে। তাঁর অভিনীত ছবিগুলিকে নিয়ে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে, আমরা গর্বিত।’’ দিন কয়েক আগে গোয়ায় একটি চলচ্চিত্র উৎসবে গিয়ে রণবীর কপূরও ঠাকুরদা রাজ কপূরের জন্মশতবর্ষ উপলক্ষে বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement