Parineeti Chopra

প্রকাশ্যে দাম্পত্য জীবন নিয়ে কৌতুক! অপ্রস্তুত পরিণীতি, স্বামী রাঘবকে কী বললেন?

২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা। সম্প্রতি প্রকাশ্যে স্বামীর আচরণে অপ্রস্তুত অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৮:৫০
Share:

(বাঁ দিকে)রাঘব চড্ডা। পরিণীতি চোপড়া (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

গত সেপ্টেম্বরে তাঁদের বিয়ের প্রথম বিবাহবার্ষিকী গিয়েছে। বলিউডের অন্যতম চর্চিত দম্পতি পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা। তবে এ বার বিয়ে প্রসঙ্গেই রাঘবের মন্তব্যে অপ্রস্তুত পরিণীতি!

Advertisement

সম্প্রতি একটি চ্যাট শোয়ে দম্পতি অংশগ্রহণ করেন। সেখানে তাঁদের বৈবাহিক জীবন নিয়ে একাধিক প্রশ্ন করেন সঞ্চালক। তবে সারা শো জুড়েই রাঘবকে বৈবাহিক জীবন নিয়ে হাসিঠাট্টা করতে দেখা যায়। এক সময় রাঘবের উত্তর শুনে পরিণীতিও অপ্রস্তুত হয়ে পড়েন। পাল্টা স্বামীকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।

সঞ্চালকের উদ্দেশে রাঘবকে বলতে শোনা যায়, ‘‘আমরা বিয়ে করে আনন্দে রয়েছি। ও আনন্দে রয়েছে আর আমি বিবাহিত।’’ স্বামীর মুখে এই ধরনের কথা শুনেই পরিণীতি চমকে ওঠেন। তাঁর মুখ দেখেই তা স্পষ্ট বোঝা যায়। পরে তিনি রাঘবকে চুপ করে থাকতে অনুরোধ করেন। সারা শো জুড়ে একাধিক বার বৈবাহিক জীবন নিয়ে মশকরা করতে দেখা গিয়েছে আপ নেতাকে। তিনি বলেন, ‘‘দাম্পত্যে সব সময়েই একজন সঠিক, অন্য জন হল স্বামী!’’ এরই সঙ্গে রাঘব জানান, তাঁদের মধ্যে কোনও ঝগড়া হলে, তিনিই আগে পরিণীতিকে মানিয়ে নেন। পরিণীতিও নাকি বুঝিয়ে দেন, দোষ ছিল স্বামীর।

Advertisement

ওই শোয়ে বিলাসবহুল ভাবে বিয়ে করার জন্য পরিণীতিকে যে প্রশ্নের সম্মুখীন হতে হয়, তা নিয়ে অভিনেত্রীর মতামত জানতে চাওয়া হয়। পরিণীতি বলেন, ‘‘আমি কোনও অভিনেতা, প্রযোজক বা ব্যবসায়ীকে বিয়ে করলে তখন মানুষ বলতেন, ‘খুব সুন্দর’। কিন্তু একজন রাজনীতিককে বিয়ে করেছি বলেই এত প্রশ্ন উঠছে।’’ পরিণীতির মতে, তাঁর জগতে সকলে তাঁর বিয়ে নিয়ে খুশি। কিন্তু রাঘবের বৃত্তে বিষয়টা তেমন সহজ নয় বলেই মনে করছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement