Kangana Ranaut

নিজের ছবির গান শুনে আবেগপ্রবণ কঙ্গনা! অতীতে ডুব দিয়ে প্রাক্তন প্রেমিককে মনে করলেন ‘কুইন’!

মেজাজ হারিয়ে প্রায়ই রুদ্র রূপ ধারণ করেন তিনি। একাধিক বার বেফাঁস মন্তব্যও করেছেন। তাই অভিনেত্রীর নিন্দকও রয়েছে অসংখ্য। তবে একটা সময়ে কঙ্গনার লাবণ্যে মুগ্ধ ছিলেন অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৮:৪৯
Share:

অধ্যয়ন সুমনের সঙ্গে সেই ছবিতে অভিনয় করেন কঙ্গনা। ছবি: সংগৃহীত।

অভিনয়ের সঙ্গে এখন রাজনীতি নিয়ে ব্যস্ত কঙ্গনা রানাউত। মেজাজ হারিয়ে প্রায়ই রুদ্র রূপ ধারণ করেন তিনি। একাধিক বার বেফাঁস মন্তব্যও করেছেন। তাই অভিনেত্রীর নিন্দকও রয়েছে অসংখ্য। তবে একটা সময়ে কঙ্গনার লাবণ্যে মুগ্ধ ছিলেন অনুরাগীরা। প্রথম ছবি থেকেই কোঁকড়া চুলের অধিকারিণী মাত করেছিলেন সৌন্দর্যে। সম্প্রতি সেই পুরনো স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী।

Advertisement

এই মুহূর্তে আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র প্রচার নিয়ে ব্যস্ত কঙ্গনা। প্রচারের জন্যই একটি রিয়্যালিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল। ২০০৯ সালে কঙ্গনার ‘রাজ়: দ্য মিস্টরি কন্টিনিউজ়’ ছবিতে একটি গান গেয়েছিলেন তিনি। সেই স্মৃতিই ফের তুলে ধরেন কঙ্গনা। ছবিতে প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। ছবির ‘সোনিয়ো’ গানটি সেই সময়ে সাড়া ফেলেছিল। কঙ্গনা ও অধ্যয়নের রসায়নেও মজেছিলেন অনেকে।

কঙ্গনা সেই গান নিয়ে মন্তব্য করেন, “আমার ছবিতে সোনু স্যর ‘সোনিয়ো’ নামে একটি গান গেয়েছিলেন। আমার জন্য গান গেয়েছিলেন শ্রেয়া ম্যাম।” ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ফের সেই অংশটি গাওয়ার অনুরোধ জানান শ্রেয়াকে। সাংসদ-অভিনেত্রীর অনুরোধ গ্রহণ করেন গায়িকা। এক প্রতিযোগীর সঙ্গে জোট বেঁধে গান গেয়ে পুরনো স্মৃতি মনে করিয়ে দেন তিনি। কঙ্গনা নিজেও গুনগুন করে ওঠেন। গান শেষে করতালিতে ভরিয়ে দেন মঞ্চ। কঙ্গনা নিজেও যে অতীতে ডুব দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন, তা তাঁর চোখে মুখে ভেসে ওঠে আলো। সেই মুহূর্ত এখন সমাজমাধ্যমে ভাইরাল।

Advertisement

আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement