Gurugram

ব্যবসায়ীর বাড়ির বারান্দা থেকে ‘পড়ে গিয়ে’ রহস্যজনক মৃত্যু দুই বোনের, চাঞ্চল্য গুরুগ্রামে

ব্যবসায়ীর পরিবারের দাবি, চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে যান ওই দুই বোন। তার পরেই তাঁরা বারান্দা থেকে ঝাঁপ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই তরুণীর নাম চাঁদনি (২৩) এবং রশ্মি (২১)।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৯:৩৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

এক ব্যবসায়ীর বাড়ির চার তলা থেকে নীচে পড়ে মৃত্যু হল দুই বোনের। শুক্রবার সন্ধ্যায় গুরুগ্রামের সেক্টর ৪০ এলাকার এক আবাসনে ঘটনাটি ঘটেছে। একই পরিবারের দুই বোনের মৃত্যুতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

যদিও ওই ব্যবসায়ীর পরিবারের দাবি, চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে যান ওই দুই বোন। তার পরেই তাঁরা বারান্দা থেকে ঝাঁপ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই তরুণীর নাম চাঁদনি (২৩) এবং রশ্মি (২১)। দু’জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। চাঁদনি ওই ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন। মাসখানেক আগে কাজ ছেড়ে দিয়েছিলেন চাঁদনি। তবে তার পরেও আবাসনের নীচের একটি ঘরেই থাকতেন তিনি। সঙ্গে থাকতেন তাঁর বোন রশ্মিও।

ব্যবসায়ীর পরিবার পুলিশকে জানিয়েছে, শুক্রবার তাঁরা রাজস্থানের সীকর জেলার খাটু শ্যাম মন্দির দর্শনে যাচ্ছিলেন। তবে ওষুধ নিতে ভুলে যাওয়ায় কিছু দূর গিয়ে তাঁদের ফিরে আসতে হয়। বাড়িতে পৌঁছে সদর দরজা খোলার আগেই উপর থেকে ভারী কিছু পড়ার বিকট শব্দ পেয়ে নীচে ছুটে যান সকলে। তখনই দেখা যায়, নীচে পড়ে আছে দুই বোনের দেহ। তড়িঘড়ি দু’জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, ওই বাড়িতেই কাজ করার সূত্রে বাড়ির বৈদ্যুতিন লকের কোড জানতেন চাঁদনি। তাই ব্যবসায়ীরা বাড়িতে না থাকার সুযোগে বোনকে নিয়ে চুরি করতে ঢুকেছিলেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ওই চত্বরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। সেক্টর ৪০ থানার আধিকারিক ললিত কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ময়নাতদন্তের পর দুই বোনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement