Oscars 2025

অস্কার দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাও-এর ‘লাপতা লেডিজ়’, তবে আশা দেখাচ্ছে আরও এক হিন্দি ছবি

চলতি বছরে জানু বড়ুয়ার অধীনস্থ জুরি বোর্ড ২৯টি ছবির মধ্যে থেকে অস্কারে জন্য ‘লাপতা লেডিজ়’কে বেছে নেয়। অক্টোবর মাসে অস্কারের জন্য আমির এবং কিরণ আমেরিকায় ছবিটির প্রচার শুরু করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১০:৪৫
Share:

‘লাপতা লেডিজ়’ ছবির চরিত্র। — ফাইল চিত্র।

হল না স্বপ্নপূরণ! আগামী বছরের অস্কার দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাও পরিচালিত হিন্দি ছবি 'লাপতা লেডিজ়। গত সেপ্টেম্বর মাসে ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, আগামী বছর অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে আমির খান প্রযোজিত ছবিটি। তার পর থেকেই সিনেপ্রেমী দর্শক ‘লাপতা লেডিজ়’ কে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয়, সেই আশা পূর্ণ হল না।

Advertisement

মঙ্গলবার অ্যাকাডেমি কর্তৃপক্ষ ১০ টি বিভাগের মনোনয়ন প্রকাশ করেন, যার মধ্যে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগ ছিল অন্যতম। আপাতত এই বিভাগে মনোনীত ১৫ টি ছবির নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু তার মধ্যে নেই ‘লাপতা লেডিজ়’। তবে অ্যাকাডেমি জানিয়েছে, চূড়ান্ত পর্বে নির্বাচিত ছবির তালিকা তারা আগামী দিনে প্রকাশ করবে। গত মার্চে মুক্তি পায় কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপতা লেডিজ়’। ছবিটি দর্শক ও সমালোচক মহলে প্রশংসা কুড়িয়েছে। এই ছবির প্রেক্ষাপট নারী ক্ষমতায়ন। উল্লেখ্য, ছবিটির কাহিনিকার বিপ্লব গোস্বামী বাংলাভাষী।

গত অক্টোবর মাসে অস্কারের জন্য আমির এবং কিরণ আমেরিকায় ‘লাপতা লেডিজ়’ -এর প্রচার শুরু করেন। সেই মতো বিদেশি দর্শকের কথা মাথায় রেখে ছবির নাম বদলে রাখা হয় ‘লস্ট লেডিজ়’। তাঁর পরিচালিত ছবি অস্কারে দেশের প্রতিনিধিত্ব করছে বলে তিনি যে গর্বিত, সে কথাও জানিয়েছিলেন কিরণ। কিন্তু দুঃখের বিষয়, ২০২৫ সালে ভারতের অস্কার-স্বপ্ন অধরাই রয়ে গেল। এই বিভাগে চূড়ান্ত পর্বে সেনেগাল, ফ্রান্স, প্যালেস্টাইন, ব্রাজিল, তাইল্যান্ড, ডেনমার্ক, জার্মানি প্রমুখ দেশের তরফে পাঠানো ছবি নির্বাচিত হয়েছে।

Advertisement

‘সন্তোষ’ ছবির একটি দৃশ্যে অভিনেত্রী সাহানা গোস্বামী। ছবি: সংগৃহীত।

তবে ‘লাপতা লেডিজ়’-এর ভাগ্য শিকে না ছিঁড়লেও ৯৭তম অস্কারে বিদেশি ভাষার ছবির বিভাগে অন্য একটি হিন্দি ছবি জায়গা করে নিয়েছে। সেটি হল সন্ধ্যা সুরি পরিচালিত ছবি ‘সন্তোষ’। সাহানা গোস্বামী অভিনীত ছবিটি চলতি বছরে অস্কারে ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করছে। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয় এবং সমালোচকদের প্রশংসা আদায় করে নেয়। ভারতের প্রত্যন্ত অঞ্চলে এক বিধবা মহিলা তার স্বামীর পুলিশের চাকরিতে যোগদান করবেন, এমনই ছবির প্রেক্ষাপট। এছাড়াও সেরা ‘লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম’ বিভাগে মনোনীত হয়েছে গুনীত মঙ্গা পরিচালিত ‘অনুজা’।

চলতি বছরে জানু বড়ুয়ার অধীনস্থ জুরি বোর্ড ২৯টি ছবির মধ্যে থেকে অস্কারের জন্য ‘লাপতা লেডিজ়’কে বেছে নেয়। বাদ পড়ে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ী ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’ ছবিটি। বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাঁধে। যদিও ছবির পরিচালক পায়েল কপাডিয়া কিরণের ছবিকেই যোগ্য দাবিদার বলেছিলেন। উল্লেখ্য, পায়েলের ছবিটি আগামী বছর গোল্ডেন গ্লোবস পুরস্কারে সেরা বিদেশি ভাষার ছবি এবং সেরা পরিচালকের বিভাগে মনোনয়ন আদায় করে নিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement