বহুরূপে ‘বহুরূপী’ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
‘বহুরূপী’ নিয়ে আশা ছিল অনেকটাই। এতটাও কি আশা করেছিলেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়? ৭০ দিনেও প্রেক্ষাগৃহের বাইরে ‘হাউজফুল’ বোর্ড। ১০ সপ্তাহান্তে রমরমিয়ে চলেছে ছবিটি। দেখতে দেখতে ১৭.২৫ কোটির গণ্ডি পেরোল ছবিটি। অসংখ্য দর্শক ছবিটি একাধিক বার দেখে ফেলেছেন। পরিচালক জুটি এর জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।
ছবিমুক্তির আগে থেকেই অন্যান্য প্রযোজক বা পরিবেশকেরা পরিচালক জুটিকে আশ্বস্ত করেছেন, তাঁদের পুজোর ছবি লম্বা রেসের ঘোড়া। সম্প্রতি, পরিবেশক বাবলু দামানিও একই কথা আরও এক বার শিবপ্রসাদকে জানিয়েছেন। পরামর্শও দিয়েছেন, ‘আমার বস’-এর ডিসেম্বরের বদলে নতুন বছরে করা হোক। না হলে ‘বহুরূপী’র সাফল্য ম্লান হয়ে যাবে। একই সঙ্গে রাখি গুলজ়ার অভিনীত ছবির উপরেও ছায়া ফেলবে আগের ছবিটি। পরিবেশকের কথায় যুক্তিযুক্ত মনে হওয়ায় তাঁর কথাকে মান্যতা দিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ।
তা হলে কি ‘বহুরূপী’র সাফল্য নন্দিতা-শিবপ্রসাদকেই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিল?
শিবপ্রসাদ বিষয়টি একেবারে অস্বীকার করেননি। তাঁর বক্তব্য, “অবশ্যই। সেই জায়গা থেকেই আমরা চাইছি, ‘বহুরূপী’ তার জায়গায় থাকুক। ‘আমার বস’ নিজের মতো করে দর্শকমনে প্রতিষ্ঠা পাক। সেই জায়গা থেকেই ছবিমুক্তি পিছিয়ে দেওয়া। নইলে দুটো ছবির সঙ্গেই অন্যায় হত।”