imran khan

Imran Khan: বৃষ্টি ভেজা দিনে মেয়েকে নিয়ে সমুদ্রের ধারে সময় কাটালেন ইমরান

২০০৮ সালে ‘জানে তু… ইয়া জানে না’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ইমরান। এর পরে একাধিক সফল ছবিতে অভিনয় করেছিলেন তিনি

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ২০:২৫
Share:

ইমরান খান।

বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বেশ কয়েক বছর আগে। সম্প্রতি চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা দিলেন অভিনেতা ইমরান খান। বৃষ্টি ভেজা দিনে মুম্বইয়ের সমুদ্রতীরে মেয়ে ইমারার সঙ্গে সময় কাটাতে দেখা গেল অভিনেতাকে।

ইমরানের পরনে ছিল কালো রঙের বর্ষাতি এবং একই রঙের গামবুট। ছোট্ট ইমারাও বাবার মতো বৃষ্টি থেকে বাঁচতে পরেছিল গোলাপি রঙের একটি বর্ষাতি। করোনার সতর্কতায় বাবা এবং মেয়ে, দু’জনের মুখেই ছিল মাস্ক। ইমরান এবং ইমারার সঙ্গে ছিলেন অভিনেতার বোন।

২০০৮ সালে ‘জানে তু… ইয়া জানে না’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ইমরান। এর পরে একাধিক সফল ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ২০১১ সালে প্রেমিকা অবন্তিকা মালিককে বিয়ে করেন ইমরান। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর চাউর হয় ইন্ডাস্ট্রিতে। এই নিয়ে যদিও তাঁরা কেউই মুখ খোলেননি।

গত বছর ইমরানের প্রিয় বন্ধু অক্ষয় ওবেরয় জানান, অভিনয়ের জগতকে পাকাপাকি ভাবে বিদায় জানিয়েছেন অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement