Hina Khan

প্রয়াত হিনা খানের বাবা, মৃত্যুর সময়ে কাশ্মীরে শ্যুটে ব্যস্ত ছিলেন অভিনেত্রী

হিনা খানের ইনস্টাগ্রামে তাঁর বাবার ‌ছবি ও ভিডিয়ো দেখতে পাওয়া যেত মাঝেমধ্যেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২১ ২২:৩২
Share:

বাবার সঙ্গে হিনা খান

‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী হিনা খান তাঁর বাবাকে হারালেন মঙ্গলবার। মুম্বইয়ের এক সংবাদসংস্থা সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর সময়ে বাবার কাছে ছিলেন না টেলি অভিনেত্রী। কাশ্মীরে অভিনেতা শাহির শেখের সঙ্গে গানের ভিডিয়োর শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কাশ্মীর থেকে মুম্বই উড়ে যান তিনি।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় মুম্বই বিমানবন্দরে হিনা খানকে ফ্রেমবন্দি করেন সাংবাদিকরা। দেখা যায়, তিনি দ্রুত গতিতে বিমানবন্দর ছেড়ে বেরচ্ছেন। পরনে তাঁর নীল জাম্পস্যুট, ডেনিমের জ্যাকেট ও সাদা মাস্ক। চোখে কালো চশমা।

হিনা খানের ইনস্টাগ্রামে তাঁর বাবার ‌ছবি ও ভিডিয়ো দেখতে পাওয়া যেত মাঝেমধ্যেই। গত বছর লকডাউনের সময়ে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলি তুলে ধরতেন নেটমাধ্যমে। একটি ভিডিয়ো সে সময়ে ছেয়ে গিয়েছিল নেটমাধ্যমে। তাঁর বাবা বলছেন, মেয়ের ক্রে়ডিট ও ডেবিট কার্ড নিষ্ক্রিয় করে দিয়েছেন, যাতে তিনি টাকা খরচ কম করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement