Kishore Nandlaskar

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা

মরাঠি ছবির প্রতিষ্ঠিত অভিনেতা কিশোর। বলিউডেও ‘খাকি’, ‘বাস্তব: দ্য রিয়্যালিটি’, ‘সিঙ্ঘম’, ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২১ ২১:৩৩
Share:

কিশোর নন্দলস্কর।

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্কর। মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisement

মরাঠি ছবির প্রতিষ্ঠিত অভিনেতা কিশোর। বলিউডেও ‘খাকি’, ‘বাস্তব: দ্য রিয়্যালিটি’, ‘সিঙ্ঘম’, ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কিশোরের সহ-অভিনেতা গোবিন্দ তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকাহত। প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

কিশোরের নাতি অনীশ মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৪ এপ্রিল অভিনেতার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাঁকে থানের এক করোনা চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে ভর্তি করার আগেও নাকি অভিনেতার শ্বাসকষ্ট ছিল এবং কথা বলতে অসুবিধা হচ্ছিল। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও ছিল কম। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে মৃত্যু হয় অভিনেতার।

Advertisement

করোনায় আক্রান্ত হয়ে বলিউডের নব্বইয়ের দশকের সঙ্গীত পরিচালক শ্রবণ রাঠৌরের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য দেওয়া হচ্ছে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement