Hina Khan

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে সাহস জোগাচ্ছেন প্রেমিক রকি, কী লিখলেন হিনা খান?

এই যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে প্রেমিকের সঙ্গে এক টুকরো ভাল থাকার মুহূর্ত। পরনে ঢিলেঢালা পোশাক, আলতো হাসি ছুঁয়ে রয়েছে মুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৪ ১৫:০৫
Share:

প্রেমিকের সঙ্গে এক টুকরো ভাল থাকার মুহূর্ত। ছবি: সংগৃহীত।

স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন হিনা খান। প্রতিটি মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কেমোথেরাপির যন্ত্রণা, মায়ের সঙ্গে কাটানো মুহূর্ত উঁকি দিচ্ছে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। তাঁর এই কঠিন সময়ে প্রতিটা মুহূর্তে জুড়ে রয়েছেন আরও এক বিশেষ ব্যক্তি, প্রেমিক রকি জসওয়াল।

Advertisement

সম্প্রতি হিনা খান প্রেমিকের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ভয়ঙ্কর অসুস্থতার সময় ভালবাসার মানুষ তাঁর পাশে রয়েছেন সব সময়। প্রেমিককে প্রশংসায় ভরিয়ে দিলেন হিনা। ছবির সঙ্গে লিখেছেন, “তুমি সবার সেরা। আল্লাহ তোমায় আশীর্বাদ করুন। তুমিই আমার শক্তি।” ছবি দেখে অনুমান করা সহজ, সম্প্রতি রকির সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। এই যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে প্রেমিকের সঙ্গে এক টুকরো ভাল থাকার মুহূর্ত। পরনে ঢিলেঢালা পোশাক, আলতো হাসি ছুঁয়ে রয়েছে মুখে।

কিছু দিন আগে প্রেমিকা হিনাকে নিয়ে একটি পোস্ট করেছিলেন রকি। নিজের হাতে রান্না করে, আদর করে খাইয়েছিলেন তাঁকে। নীল অ্যাপ্রনে হাসিমুখে হিনার ছবি। সঙ্গে রকি লিখেছেন, “হিনার হাসি আলোর থেকেও উজ্জ্বল। ও খুশি থাকলে জীবন সার্থক। ওর সঙ্গে থাকলে বেঁচে থাকার রসদ খুঁজে পাই। একসঙ্গে থাকার চেয়ে আর কোনও কিছুই গুরুত্বপূর্ণ নয়। প্রিয় পদ রান্না করেছিলাম, আমার প্রেমিকার জন্য।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement