Vicky Kaushal

চরম পদক্ষেপ করতে চেয়েছিলেন বাবা, পরিবারের অজানা কথা জানালেন পুত্র ভিকি

বাবা শ্যাম কৌশল এক সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন। নেপথ্য কারণ জানালেন পুত্র ভিকি ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৪ ১৭:২৮
Share:

মা ও বাবার সঙ্গে ভিকি কৌশল। — ফাইল চিত্র।

অল্প সময়ের মধ্যেই বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে জায়গা করে নিয়েছেন ভিকি কৌশল। কিন্তু ভিকির বাবা শ্যাম কৌশল উঠে এসেছিলেন মধ্যবিত্ত পরিবার থেকে। লড়াই করে ইন্ডাস্ট্রিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে যাত্রা শুরু করেন তিনি।

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভিকি তাঁর পরিবারের অতীত নিয়ে কথা বলেছেন। ভিকি জানান, এক সময়ে তাঁর বাবা নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন! পঞ্জাবের এক গ্রামে মুদিখানার দোকান চালাতেন ভিকির ঠাকুরদা। অভিনেতা বলেন, ‘‘১৯৭৮ সালে বাবা মুম্বই আসেন। কিন্তু হাতে কাজ ছিল না। এক দিন বন্ধুদের সঙ্গে মদ্যপান করে বাবা জানান, তিনি আত্মহত্যা করতে চান।’’

ভিকি জানান, তাঁর বাবার সিদ্ধান্ত শুনে ঠাকুরদা চিন্তিত হয়ে পড়েন। ছেলেকে দেখতে তিনি এক জন বন্ধুকে মুম্বই পাঠিয়েছিলেন। ভিকির কথায়, ‘‘বাবা মুম্বইয়ে জমাদারের কাজ করতেও রাজি ছিলেন। কারণ, সেটা গ্রামে কেউ জানতে পারতেন না।’’

Advertisement

কথাপ্রসঙ্গেই ভিকি জানান যে, বাবা-মা চেয়েছিলেন, তিনি চাকরি করুন। কারণ, ইন্ডাস্ট্রিতে সব কিছুই অনিশ্চিত। ভিকি বলেন, ‘‘আমি ইঞ্জিনিয়ারিংয়ে ভাল নম্বর পেয়েছিলাম। অফার লেটারও চলে এসেছিল। কিন্তু জানতাম, দশটা-পাঁচটার চাকরি করলে আমি অবসাদে ভুগতাম।’’

স্টান্টম্যান হিসেবে কেরিয়ার শুরুর পর নয়ের দশকে বলিউডে স্বাধীন অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ শুরু করেন শ্যাম। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘পিকে’-সহ একাধিক ছবিতে তিনি অ্যাকশনের দায়িত্ব সামলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement