রাস্তায় ট্যাক্সিতে ঘুরছেন সলমন খান। ছবি: সংগৃহীত।
একের পর এক হুমকি এসেছে লরন্স বিশ্নোইয়ের তরফ থেকে। মৃত্যুর খাঁড়া ঝুলছে সলমন খানের মাথায়। এমনকি ভাইজানের ঘনিষ্ঠ পরিজনেরাও রয়েছেন লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। গত বছর প্রকাশ্যে খুন হয়েছেন বাবা সিদ্দিকি। বলা হয়েছে, সলমনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কারণেই এই পরিণতি হল তাঁর।
এর পর থেকে জোরদার করা হয়েছে সলমনের নিরাপত্তা। কিন্তু ভাইজান নিজে এই সব হুমকিকে তোয়াক্কা করছেন না। জোরকদমে নিজের আসন্ন ছবি ‘সিকন্দর’-এর কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এমনকি, রাস্তায় কালো-হলুদ ট্যাক্সিতে ঘুরে বেড়াচ্ছেন!
সমাজমাধ্যমের ভাইরাল একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, মুম্বই শহরের রাস্তায় কালো-হলুদ রঙের ট্যাক্সি থেকে নেমে আসছেন অভিনেতা। এমন দৃশ্য দেখে অবাক তাঁর অনুরাগীরা। এমন ঝুঁকিবহুল পরিস্থিতির মধ্যেও সাধারণ যানবাহনে ঘুরে বেড়াচ্ছেন ভাইজান? নিরাপত্তাই বা কোথায়? প্রশ্ন অনুরাগীদের। তবে জানা যাচ্ছে, এই ভিডিয়ো আসলে তাঁর আসন্ন ছবি ‘সিকন্দর’-এর শুটিং-এর। শুটিং-এর জন্যই তিনি এই কালো-হলুদ ট্যাক্সিতে উঠেছিলেন।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, সলমনের পরনে নীল রঙের শার্ট ও ডেনিম প্যান্ট। চেনা মেজাজে ট্যাক্সি থেকে নেমে হেঁটে চলে যান তিনি। ভিডিয়ো দেখে মুগ্ধ অনুরাগীরা। ছবি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আগ্রহ। এই বছরই ইদে মুক্তি পাবে এই ছবি। ছবির প্রথম ঝলক সাড়া ফেলেছে দর্শকের মধ্যে।
“শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পিছন ফেরার অপেক্ষা...” ঝলকে সলমনের এই সংলাপ নাকি লরেন্স বিশ্নোইের জন্যই। কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। এই ঘটনার জন্যই সলমন লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। তাই ঝলকে আরও একটি বিষয় নজর কেড়েছে নেটাগরিকের। দেখা যাচ্ছে, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এই বিষয়টিও প্রতীকী মনে করছেন অনেকে। ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করছেন রশ্মিকা মন্দানা। বছরের শুরুতেই জিমে শরীরচর্চা করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী। তাই আপাতত তাঁর শুটিং বন্ধ রয়েছে।