Web Series

Aashram 3: ববি দেওলের সঙ্গে রগরগে ঘনিষ্ঠতা! কেমন অভিজ্ঞতা হল এষার?

ওয়েব সিরিজ ‘আশ্রম’-এর তৃতীয় সিজনে ববি দেওল ওরফে ‘বাবা নিরালা’র সঙ্গে এষার ঘনিষ্ঠতাই আপাতত ‘টক অব দ্য টাউন।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ১৮:২৬
Share:

ঘনিষ্ঠ দৃশ্যে দেওল , এষা গুপ্ত

স্বল্প বসনা, মোহময়ী রূপ... উঁকি দিচ্ছে বক্ষ বিভাজিকা। ‘বাবা নিরালা’কে যে করেই হোক মুগ্ধ করতে হবে মায়াজালে! চেষ্টার ত্রুটি নেই কন্যেরও। এমনই এক রূপে ধরা দিলেন এষা গুপ্তা। ওয়েব সিরিজ ‘আশ্রম’-এর তৃতীয় সিজনে ববি দেওল ওরফে ‘বাবা নিরালা’র সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাই আপাতত ‘টক অব দ্য টাউন’। কেমন ছিল সেই অভিজ্ঞতা? অস্বস্তি নাকি উপভোগ? মুখ খুললেন এষা নিজেই।

Advertisement

ঘনিষ্ঠ দৃশ্য কোনও দিনই তাঁর কাছে অস্বস্তির নয়। এমনটাই দাবি অভিনেত্রীর। মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এষা বলেন, “ইন্ডাস্ট্রিতে ১০ বছর কাজ করার পরে অস্বস্তিকর বা সুখকর বলে আর কিছু হয় না। দর্শক মনে করেন ঘনিষ্ঠ দৃশ্য অস্বস্তিকর। হ্যাঁ, প্রথম যখন এমন দৃশ্যে অভিনয় করি, তখন নিশ্চয়ই তা কঠিন মনে হয়েছিল। কিন্তু অভিজ্ঞ, পরিণত কোনও অভিনেতার সঙ্গে এমন দৃশ্যে কাজ করলে কোনও সমস্যা হওয়ারই কথা নয়।”

এষার সংযোজন— “আমি নিশ্চিত ববি আগেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। কোনও অসুবিধা হয়েছে বলে আমার মনে হয় না।”

Advertisement

‘আশ্রম’-এ ‘সনিয়া’ চরিত্রে দেখা যাবে এষাকে। ‘বাবা নিরালা’র মুখোশ খুলে তাঁর আসল চেহারা জনসমক্ষে নিয়ে আসাই যাঁর লক্ষ্য। কিন্তু তা করতে গিয়ে ‘বাবা নিরালা’র জালে কী ভাবে জড়িয়ে পড়েন সনিয়া, তার পর কী ঘটে, তা জানা যাবে গল্প এগোলে। ৩ জুন থেকেই ওটিটি পর্দায় দেখা যাচ্ছে ‘আশ্রম ৩’।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement