মাথায় ফেট্টি বাঁধা। দু’কানে হেডফোন। এক কাঁধে ঘুরিয়ে নেওয়া ব্যাগ। ‘কাল হো না হো’ ছবির ফ্রাঙ্কিকে মনে আছে নিশ্চয়ই।
ফ্রাঙ্কি রামদয়াল। ডিজে হয়েছিলেন তিনি। যদি স্মৃতি খানিক ম্লান হয়ে গিয়ে থাকে তা হলে পাশের ছবিটি দেখা মাত্রই মনে পড়ে যাবে।
কিন্তু জানেন কি সেই ফ্রাঙ্কি এখন কী করছেন? কেমন আছেন? আর তাঁকে দেখতেই বা কেমন হয়েছে?
ফ্রাঙ্কির আসল নাম দীপেশ ভট্ট। ফ্রাঙ্কির বিয়ে হয়ে গিয়েছে। তিনি এবং তাঁর স্ত্রী একই পেশার সঙ্গে যুক্ত।
ফ্রাঙ্কিকে দেখে এখন চেনার উপায়ই নেই। চেহারা একেবারে পাল্টে গিয়েছে তাঁর।
তাঁর স্ত্রীর নাম বৃন্দা। ফ্রাঙ্কি এবং বৃন্দা দু’জনেই এখন শারীরশিক্ষার প্রশিক্ষক। বলা ভাল তারকাদের শারীরশিক্ষার প্রশিক্ষক তিনি।
বলিউডের বহু প্রথম সারির তারকার শারীরশিক্ষার প্রশিক্ষক তিনি। ‘কাল হো না হো’ ছবি করার পর ফ্রাঙ্কি আর কোনও ছবিতে অভিনয় করেননি।
তাঁর বরাবরই ফিটনেসের প্রতি ঝোঁক ছিল। তাই পড়াশোনা শেষ করে তিনি শারীরশিক্ষা নিয়ে প্রশিক্ষণ নেন।
তিনি এবং তাঁর স্ত্রী মিলে একটি ব্যায়ামাগার চালান। এ ছাড়া একটি ফিটনেস সংস্থার মালিকও তিনি।
শিবের ভক্ত তিনি। তাই শরীর জুড়ে করে রেখেছেন শিবের ট্যাটু। তাঁর ফিটনেস সংস্থার নামও দিয়েছেন শিবের নামে। তাঁর নেটমাধ্যমের নামও শিবেরই নামে।
আমির খান, রণবীর কপূর, আয়ুষ্মান খুরানা, জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ বহু তারকার ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষক তিনি।
ইনস্টাগ্রামে তারকাদের সঙ্গে মাঝে মধ্যেই একাধিক ছবি শেয়ার করেন তিনি।
আমির খানের ছবি ‘তালাশ’ থেকেই তিনি আমির খানের প্রশিক্ষক। ‘লাল সিংহ চাড্ডা’-র জন্য আমির তাঁর কাছেই প্রশিক্ষণ নিয়েছেন।
‘চণ্ডীগড় করে আশিকি’ ছবির জন্য তিনি বহু দিন ধরেই আয়ুষ্মানকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। এই ছবি এখনও মুক্তি পায়নি।