Shahrukh Khan

Shah Rukh Khan: এত বড় অভিনেতা এ ভাবে ক্ষমা চাইছেন! শাহরুখের ব্যবহারে আপ্লুত কলাকুশলীরা

রাজার মতোই মন জিতে নেন কিং খান। শাহরুখ খানকে নিয়ে বলিউডে এমন বলেন অনেকেই। এ বার নিজেরাও তার প্রমাণ পেলেন এক বিজ্ঞাপন ছবির কলাকুশলীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১২:৫৮
Share:

ক্ষমা চেয়েই মন কাড়লেন শাহরুখ।

সাধে কি তাঁকে কিং খান বলে বলিউড? রাজার মতোই নাকি মন জিতে নেন শাহরুখ খান। এত দিন তাঁরাও শুনেছিলেন এ কথা। এ বার হাতেনাতে নিজেরাও প্রমাণ পেলেন একটি বিজ্ঞাপন ছবির কলাকুশলীরা। বলিউডের ‘বাদশা’র মিষ্টি ব্যবহারের ঘোর যেন কাটতে চাইছে না তাঁদের!

Advertisement

মুম্বই সংবাদমাধ্যমের খবর, রাতভর শ্যুটিং করছিলেন শাহরুখ। পরদিন সকালে ফের বিজ্ঞাপন ছবির শ্যুট। সেটে পৌঁছতে সামান্য দেরি হয়ে যায় অভিনেতার। কলাকুশলীরা এতে অভ্যস্ত। বড় বড় অভিনেতারা তো এমন করেই থাকেন, এমনটাই হয়তো ভেবেছিলেন চিত্রগ্রাহক লরেন্স ডিকুন্‌হা। বরং তার পরে যা ঘটল, তার জন্যই প্রস্তুত ছিলেন না তিনি।

লরেন্স জানান, সেটে পৌঁছে দেরির জন্য সকলের কাছেই ক্ষমা চেয়ে নেন শাহরুখ। চিত্রগ্রাহকের কথায়, ‘‘শাহরুখের সঙ্গে এই প্রথম শ্যুট করলাম। এত বড় মাপের এক জন অভিনেতা, এত বিখ্যাত মানুষ। তবু কী মিষ্টি ব্যবহার! দেরি করে আসার জন্য কলাকুশলীদের প্রত্যেকের কাছে যে ভাবে ক্ষমা চাইলেন, আমরা মুগ্ধ।’’

Advertisement

লরেন্স জানান, প্রত্যেক কলাকুশলীকে তাঁর নামে ডেকে, যোগ্য সম্মান দিয়ে কথা বলছিলেন কিং খান। সবার সঙ্গে হাসি, ঠাট্টা, মজা। শ্যুটিং শেষে সকলের সঙ্গে ছবিও তোলেন। বি-টাউনের ‘বাদশা’ হয়েও তাঁদের সঙ্গে এমন সহজ ভাবে মিশে যাওয়ায় আপ্লুত সেটের প্রত্যেকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement