Vikrant Massey

Vikrant Massey: শৌচাগারের বাইরে লাইনে দাঁড়িয়ে অভিনয়ের প্রস্তাব! চমকে গিয়েছিলেন বিক্রান্ত

অভিনয়ের প্রস্তাব আসে স্টুডিয়োয় কিংবা কোনও আলাপচারিতার ফাঁকে। তা বলে একেবারে শৌচাগারের সামনে? হতবাক হয়ে গিয়েছিলেন অভিনেতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১২:১৫
Share:

কেরিয়ারের শুরুর গল্পে এখনও হাসেন বিক্রান্ত।

অভিনয়ের প্রথম প্রস্তাব ঠিক কোথায় আসে কারও কাছে? স্টুডিয়োয়, পার্টিতে, ইদানীং নেটমাধ্যমের আলাপচারিতায়, নিদেনপক্ষে কোনও অনুষ্ঠানে হয়তো কেউ জানতে চান অভিনয়ের ইচ্ছে আছে কি না। জানেন কি, অভিনেতা বিক্রান্ত মাসে-র কাছে প্রথম কোথায় এসেছিল এমন প্রস্তাব? শৌচাগারের লাইনে!

Advertisement

মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্রান্ত ফিরে গিয়েছিলেন কেরিয়ারের শুরুর দিনগুলোতে। তখনই হাসতে হাসতে ‘ছপক’-এর অভিনেতা বলেন, ‘‘শৌচাগারের বাইরে লাইনে দাঁড়িয়ে তখন। হঠাৎই এক মহিলা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি অভিনয় করতে চাও? তা এমন আমাদের অফিসে এসে দেখা কোরো।’ আমি পুরো হতভম্ব! ভীষণ চমকে গেলেও যাব বলেছিলাম তখনই।’’

বিক্রান্ত জানান, মহিলার কথামতো তাঁর অফিসে দেখা করেন তিনি। ‘ধুম মচাও ধুম’ ধারাবাহিকে কাজের প্রস্তাব দেওয়া হয় তাঁকে। পর্ব পিছু ৬ হাজার টাকা। অভিনেতার কথায়, ‘‘টাকার অঙ্কটা কত, গুরুত্ব দিইনি। অভিনয়ের সুযোগ, সেটে হাতেকলমে শেখা যাবে ভেবেই রাজি হয় যাই সানন্দে।’’

Advertisement

এর পরে সন্তোষ শিবনের ছবি ‘মুম্বইকর’-এ বিজয় সেতুপথীর সঙ্গে দেখা যাবে বিক্রান্তকে। রাধিকা আপ্তে, প্রাচী দেশাই, রোহিত রায়ের সঙ্গে ‘ফরেন্সিক’-এ অভিনয় করবেন বিক্রান্ত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement