কেরিয়ারের শুরুর গল্পে এখনও হাসেন বিক্রান্ত।
অভিনয়ের প্রথম প্রস্তাব ঠিক কোথায় আসে কারও কাছে? স্টুডিয়োয়, পার্টিতে, ইদানীং নেটমাধ্যমের আলাপচারিতায়, নিদেনপক্ষে কোনও অনুষ্ঠানে হয়তো কেউ জানতে চান অভিনয়ের ইচ্ছে আছে কি না। জানেন কি, অভিনেতা বিক্রান্ত মাসে-র কাছে প্রথম কোথায় এসেছিল এমন প্রস্তাব? শৌচাগারের লাইনে!
মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্রান্ত ফিরে গিয়েছিলেন কেরিয়ারের শুরুর দিনগুলোতে। তখনই হাসতে হাসতে ‘ছপক’-এর অভিনেতা বলেন, ‘‘শৌচাগারের বাইরে লাইনে দাঁড়িয়ে তখন। হঠাৎই এক মহিলা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি অভিনয় করতে চাও? তা এমন আমাদের অফিসে এসে দেখা কোরো।’ আমি পুরো হতভম্ব! ভীষণ চমকে গেলেও যাব বলেছিলাম তখনই।’’
বিক্রান্ত জানান, মহিলার কথামতো তাঁর অফিসে দেখা করেন তিনি। ‘ধুম মচাও ধুম’ ধারাবাহিকে কাজের প্রস্তাব দেওয়া হয় তাঁকে। পর্ব পিছু ৬ হাজার টাকা। অভিনেতার কথায়, ‘‘টাকার অঙ্কটা কত, গুরুত্ব দিইনি। অভিনয়ের সুযোগ, সেটে হাতেকলমে শেখা যাবে ভেবেই রাজি হয় যাই সানন্দে।’’
এর পরে সন্তোষ শিবনের ছবি ‘মুম্বইকর’-এ বিজয় সেতুপথীর সঙ্গে দেখা যাবে বিক্রান্তকে। রাধিকা আপ্তে, প্রাচী দেশাই, রোহিত রায়ের সঙ্গে ‘ফরেন্সিক’-এ অভিনয় করবেন বিক্রান্ত।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।