Christopher Nolan

‘ওপেনহাইমার’-এর পর মহাকাব্যিক প্রয়াস নোলানের, বড় পর্দায় আসছে ‘ওডেসি’, কে কে অভিনয় করছেন?

পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন ছবির নাম প্রকাশ্যে। ছবিতে থাকছেন হলিউডের প্রথম সারির একাধিক অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৫০
Share:

পরিচালক ক্রিস্টোফার নোলান। ছবি: সংগৃহীত।

গত বছর তাঁর শেষ ছবি ‘ওপেনহাইমার’ বিশ্বের বক্স অফিসে একাধিক নজির গড়েছে। তার পর থেকেই হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের পরবর্তী ছবি নিয়ে দর্শকদের মনে কৌতূহল ধীরে ধীরে বাড়তে শুরু করে। মঙ্গলবার প্রযোজনা সংস্থা ‘ইউনিভার্সাল পিকচার্স’ নোলানের পরবর্তী ছবির শিরোনাম প্রকাশ করেছে।

Advertisement

হোমার রচিত গ্রিক মহাকাব্য ‘ওডেসি’ অবলম্বনে ছবিটি তৈরি করতে চলেছেন নোলান। ছবির নাম রাখা হয়েছে ‘দি ওডেসি’। নোলানের ছবি মানেই, সেখানে বিশ্বের প্রথম সারির চর্চিত অভিনেতাদের ভিড়। এ বারেও তার অন্যথা হচ্ছে না। ‘দ্য ওডেসি’তে থাকছেন টম হল্যান্ড, ম্যাট ডেমন, রবার্ট প্যাটিনসন, অ্যান হ্যাথওয়ে, জ়েন্ডায়া, চার্লিজ় থেরন প্রমুখ। অভিনেতাদের মধ্যে অনেকেই এর আগে পরিচালকের অতীতের ছবিতে অভিনয় করেছেন। তবে টম হল্যান্ড, জ়েন্ডায়া এবং চার্লিজ় থেরনের সঙ্গে এই প্রথম কাজ করতে চলেছেন নোলান।

নির্মাতারা এই ছবিকে ‘পৌরাণিক অ্যাকশন ঘরানা’র ছবি হিসেবে উল্লেখ করেছেন। প্রাচীন গ্রিসের প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম চর্চিত মহাকাব্যিক আখ্যান নোলানের হাতে দর্শকের কাছে চমকে পরিপূর্ণ হতে চলেছে বলেই আশা করছেন সিনেমা বিশেষজ্ঞদের একটা বড় অংশ। তবে অভিনেতাদের মধ্যে কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও স্পষ্ট নয়। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ছবিটি ২০২৬ সালের ১৭ জুলাই বিশ্বব্যপী বড় পর্দায় মুক্তি পাবে।

Advertisement

সূত্রের দাবি, বছরের প্রথমার্ধে ‘দি ওডেসি’র শুটিং শুরু করবেন নোলান। তিনি এবং তাঁর স্ত্রী এমা টমাস এই ছবির অন্যতম প্রযোজক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement