Salman-Hritik

জুটি বাঁধছেন সলমন-হৃতিক! উত্তেজনায় কাঁপছে বলিউড, কবে থেকে শুটিং শুরু?

সলমন খান আর হৃতিক রোশন পর্দা ভাগ করছেন। খবর ছড়াতেই আনন্দে মেঘ মুলুকে দুই তারকার অনুরাগীরা। ব্যাপারটা কি সত্যিই ঘটছে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৩২
Share:

পর্দায় এ ভাবেই উষ্ণতা ছড়াবেন সলমন খান, হৃতিক রোশন? ছবি: ফেসবুক।

কবে থেকে স্বপ্ন দেখেছিল বলিউড, অন্তত এক বার যদি সলমন খান-হৃতিক রোশন হাত মেলান। শারীরিক সৌষ্ঠবে দু’জনেই দু’জনকে টেক্কা দিতে পারেন। জনপ্রিয়তার দিক থেকেও তাই। কিন্তু বিষয়টি যে কিছুতেই বাস্তব হয় না! ২০২৪-এ অবশেষে মিলল সেই স্বপ্ন সত্যি হওয়ার ইঙ্গিত। ডিসেম্বরেও তাই দুই তারকার অনুরাগীরা উত্তেজনায় কাঁপছেন! ‘টাইগার’-‘কৃশ’ হাত মেলাচ্ছেন, পর্দা ভাগ করতে চলেছেন। তবে বড় পর্দা নয়। শীর্ষস্থানীয় এক সংস্থার বড় বাজেটের বিজ্ঞাপনী ছবিতে। পরিচালনায় আলি আব্বাস জাফর। যাঁর ঝুলিতে ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’-এর মতো ব্লকবাস্টার ছবি।

Advertisement

যদিও সংস্থার দাবি, বিজ্ঞাপনী ছবি বলে কোনও কার্পণ্য করা হচ্ছে না। অ্যাকশনে মোড়া় থাকবে ছবির প্রতি মুহূর্ত। সেই জন্যই এই দুই তারকাকে বাছা হয়েছে। এবং এই একটি ছবি দুই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। এই ছবি দিয়ে দীর্ঘদিন পরে ফের সলমন-জাফর জুটি বাঁধতে চলেছেন। একই ভাবে পরিচালক এই প্রথম হৃতিককে পরিচালনা করতে চলেছেন।

খবর, শীঘ্রই শুটিং শুরু হবে। মুম্বই জুড়ে শুটিংয়ের জায়গা বাছা হচ্ছে। বিশেষ মুহূর্তে তৈরি করতে বিদেশের কিছু জায়গা ভিএফএক্স-এর মাধ্যমে ছবিতে নাকি জো়ড়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement