Shaan house Fire

ভোররাতে শানের বাড়িতে আগুন, জখম ১! অগ্নিকাণ্ড নিয়ে কী জানালেন গায়ক?

আগুন লাগার পর পরিবার নিয়ে ১৫ তলায় আশ্রয় নিয়েছিলেন গায়ক। দমকল ও পুলিশকর্মীরা এসে তাঁদের উদ্ধার করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৪
Share:

শানের ফ্ল্যাটে অগ্নিকাণ্ড। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মঙ্গলবার ভোররাতে গায়ক শানের পশ্চিম বান্দ্রার ফ্ল্যাটে আগুন লাগে। পনেরোতলা অভিজাত আবাসনের বারোতলায় থাকেন গায়ক। আগুন লাগে সাততলায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আবাসন। রাত পৌনে ২টো নাগাদ দমকল বিভাগে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেয় দমকলের ১০টি ইঞ্জিন। আবাসনে পৌঁছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা দেখতে পান, সাততলা থেকে ধোঁয়া বার হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যায়। ঘটনায় ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের নিরাপদে সরানো হলেও ৮০ বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। কেমন আছেন শান ও তাঁর পরিবার?

Advertisement

গায়ক ও তাঁর পরিবার এখন সুরক্ষিত। কিন্তু ভোররাতের ওই ঘটনায় খানিক ভয় পেয়ে যান শান। আতঙ্ক তাড়া করছে। শান জানিয়েছেন, আগুন লাগার পর পরিবার নিয়ে পনেরোতলায় আশ্রয় নিয়েছিলেন। দমকল ও পুলিশকর্মীরা এসে তাঁদের উদ্ধার করেন। শান বলেন, ‘‘সকলকে জানাতে চাই আমরা এখন ঠিক আছি, আমাদের আবাসনের সাততলায় আগুন লেগে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এমন ভয়ঙ্কর ঘটনা অল্প কথায় বলে বোঝাতে পারব না। এখন বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছি। অনেক ধন্যবাদ মুম্বই পুলিশ ও দমকল বাহিনীকে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ করার জন্য।’’ ওই ঘটনার কথা আর মনে করতে চান না বলেও জানিয়েছেন গায়ক। ঘটনায় আর কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত নেই।

কিন্তু আগুন লাগল কী কারণে? প্রাথমিক তদন্তের পর দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই ঘটনা ঘটেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement