Alia Bhatt

Bollywood: কার মৃত্যুর জন্য শোক প্রকাশ করলেন আলিয়া, কিয়ারা?

ইলেকট্রিক অ্যাপল এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রায়ান। ‘দেবী’, ‘ইন্দু কি জওয়ানি’-র মতো ছবির প্রযোজক তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১৮:৫৪
Share:

আলিয়া ভট্ট এবং কিয়ারা আডবাণী।

আবার খারাপ খবর বলিউডে। কোভিডে প্রয়াত হলেন বলিউড প্রযোজক রায়ান স্টিফেন। শনিবার সকালে গোয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisement

ইলেকট্রিক অ্যাপল এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রায়ান। ‘দেবী’, ‘ইন্দু কি জওয়ানি’-র মতো ছবির প্রযোজক তিনি। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকাহত আলিয়া ভট্ট, কিয়ারা আডবাণী, মনোজ বাজপেয়ীর মতো তারকারা।

তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রযোজকের ছবি ভেসে উঠেছে। আলিয়া রায়ানের ছবি দিয়ে লিখেছেন, ‘তোমার আত্মার শান্তি কামনা করি রায়ান’। বন্ধুর এ ভাবে চলে যাওয়ায় মন ভারী ‘ইন্দু’ কিয়ারারও। অভিনেত্রীর শেষ ছবির প্রযোজক ছিলেন তিনি। রায়ানের হাসিমুখের ছবি দিয়ে কিয়ারা লিখেছেন, ‘আমাদের প্রিয় রায়ান খুব তাড়াতাড়ি চলে গেল’। এ ছাড়াও বরুণ ধবন, দিয়া মির্জারাও প্রযোজকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Advertisement

সাংবাদিক হিসেবে বলিউডে পা রেখেছিলেন রায়ান। এর পর যুক্ত হয়েছিলেন নানা চ্যানেলের সঙ্গে। পরবর্তীকালে ‘এলওসি’, ‘জিসম’, ‘পাপ’-এর মতো ছবির জন্য জনসংযোগকারী হিসেবেও কাজ করেন তিনি।

কিয়ারা এবং আলিয়ার ইনস্টাগ্রাম স্টোরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement