Bollywood news

৫০ হাজার টাকার প্রয়োজন, ফ্ল্যাট কেনার আগে কাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন শক্তি কপূর?

অভিনেত্রী একাধিক বাংলো কিনলেও, কঠিন সময়ে অতীতে শক্তিই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ২০:০৩
Share:

অভিনেতা শক্তি কপূর। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে তখন তিনি সবে পায়ের নীচের জমি শক্ত করছেন। অচর্না পুরন সিংহ ফ্ল্যাট কেনার জন্য ঘুরছেন। কিন্তু বাজেট অনুযায়ী সেই বাড়ির দাম কিছুটা বেশি। সেই সময় এক জন অভিনেতা তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। অতীত ঘাঁটলেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি, কপিল শর্মার শোয়ে গোবিন্দ, চাঙ্কি পাণ্ডে এবং শক্তি কপূরের দেখা মেলে। অর্চনা তাঁর ইউটিউব চ্যানেলে শক্তির সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় শক্তি জানিয়েছেন, মুম্বই শহরে অর্চনার তিনটে বাংলো রয়েছে। অভিনেত্রী খুব দ্রুত চতুর্থ বাংলোটি কিনতে চলেছেন। এই প্রসঙ্গে অর্চনা জানান, একাধিক বাংলো কিনলেও, কঠিন সময়ে অতীতে শক্তিই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।

অভিনেত্রী অর্চনা পুরন সিংহ। ছবি: সংগৃহীত।

ওই ভিডিয়োয় অর্চনা বলেন, ‘‘আমি কোনও দিন ভুলতে পারব না, যখন আমি ফ্ল্যাট কিনতে যাই তখন তিনি আমাকে ৫০ হাজার টাকা ঋণ দিতে চেয়েছিলেন। বলেছিলেন, ‘যদি তোমার প্রয়োজন হয়, তা হলে আমার থেকে টাকাটা ধার হিসাবে নিতে পারো। সেই সময় ৫০ হাজার টাকার মূল্য ছিল অনেক।’’’

Advertisement

কপিলের শোয়ের ওই পর্বেই চাঙ্কি জানান, এক বার এক উঠতি অভিনেতাকেও ৫০ হাজার টাকা পাঠিয়েছিলেন শক্তি কপূর। কারণ নব্বই দশকে খলচরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন শক্তি। আর ওই নতুন অভিনেতাকে নির্মাতারা খল চরিত্রে ইন্ডাস্ট্রিতে ‘লঞ্চ’ করতে চাইছিলেন। তাই শক্তি সুযোগ হারাতে চাননি। চাঙ্কি বলেন, ‘‘শক্তি তাঁকে টাকাটা পাঠিয়ে বলেন চরিত্রটি ফিরিয়ে দিতে। ওই অভিনেতা ৫০ হাজার টাকা নিয়ে পরবর্তী দু’বছর বাড়িতেই বসে ছিলেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement