যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।
বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতের সফলতম ব্যাটার যশস্বী জয়সওয়াল। পার্থ এবং মেলবোর্নে ভাল ব্যাট করেছেন তরুণ ওপেনার। যদিও দলের সিরিজ় হার বাঁচাতে পারেননি। অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে সিরিজ় হেরেছে ভারত। হাতছাড়া হয়েছে টানা তিন বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ। যশস্বীর বিশ্বাস, ব্যর্থতা মুছে ঘুরে দাঁড়াবে দল। তাঁরা আরও শক্তিশালী হয়ে ফিরবেন আগামী দিনে।
২০১৪-১৫ মরসুমের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ় হেরে ফিরতে হচ্ছে ভারতীয় দলকে। যশস্বী এবং জসপ্রীত বুমরাহ ছাড়া কেউ প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে দল হারায় মন ভাল নেই তরুণ ব্যাটারের। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘অস্ট্রেলিয়া সফরে অনেক কিছু শিখেছি। দুর্ভাগ্য প্রত্যাশা মতো ফল করতে পারিনি আমরা। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরবই। আপনাদের সমর্থন আমাদের কাছে অনেক কিছু।’’ তাঁর মনে, ভারতীয় দলের আরও ভাল ফল করা উচিত ছিল।
বর্ডার-গাওস্কর ট্রফিতে যশস্বী একটি শতরান এবং দু’টি অর্ধশতরান-সহ করেছেন মোট ৩৯১ রান। গড় ৪৩.৪৪। উল্লেখ্য, এ বারই প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেললেন যশস্বী। অন্য দিকে, পাঁচ টেস্টের সিরিজ়ে ৩২টি উইকেট নিয়েছেন বুমরাহ। তিনি সিরিজ়ের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন।