Mimi Chakraborty

নববর্ষে এইচআইভি পজিটিভ শিশুদের সাহায্যের হাত বাড়ালেন মিমি

নববর্ষের শুভ দিনে এক অন্যরকম ভাবে উপস্থিত হলেন সাংসদ মিমি চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৫:৫৫
Share:

ভিডিয়ো কলে মিমি, তদারকি করছেন খাওয়া-দাওয়ার।

নববর্ষের শুভ দিনে এক অন্যরকম ভাবে উপস্থিত হলেন সাংসদ মিমি চক্রবর্তী।

Advertisement

সোনারপুরে লাঙ্গলবেড়িয়া গোবিন্দপুরে কাছে আনন্দ ঘর ফাউন্ডেশনে এর কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এইচআইভি পজিটিভ শিশুদের মুখে আজকের দিনে হাসি ফোটানোর জন্য এগিয়ে এলেন সাংসদ মিমি চক্রবর্তী। নববর্ষে মোট ১২০ জন ছোট্ট ছোট্ট শিশুদের জন্য জামা, কাপড় ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন তিনি।

আনন্দবাজার ডিজিটালকে মিমি বলেন, "সারা জীবনের মতো যে শিশুরা লকডাউন, আজ নববর্ষের দিনে তাদের কাছে কিছু পৌঁছনোর চেষ্টা করলাম। ওদের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে বলতে মনে হচ্ছিল, ওরা একেবারেই বন্দি, পরনির্ভরশীল। নতুন বছরে ওদের মুখে হাসি ফোটাতে পেরে ভাল লাগছে।"

Advertisement

আরও পড়ুন- লকডাউনে ‘মেঘলার একটা ভাই হোক’, স্ত্রী বিদীপ্তার কাছে আবদার বিরসার

ভিডিয়ো কল এ তাদের সঙ্গে কথা বলেন তিনি এবং লকডাউন উঠে গেলে ওদের সঙ্গে দেখা করবার কথা ও পরবর্তীকালে ওদের জন্য আরও কিছু পরিকল্পনার কথাও জানান অভিনেত্রী-সাংসদ। মিমির এই উদ্যোগ একেবারেই ব্যক্তিগত। এর সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement