Rukmini Maitra on Dev

নজরে ঘাটাল ও আসন্ন ছবির প্রচার, ৪ জুন কী ভাবে কাটাবেন? জানিয়ে দিলেন রুক্মিণী

‘বুমেরাং’ ছবির প্রচারে সময় দিতে হচ্ছে। তার মধ্যেই ভোটের ফলাফল প্রকাশিত হবে। ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবের জয় নিয়ে কি নিশ্চিত রুক্মিণী মৈত্র?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৪ ১৪:৩৬
Share:

দেব ও রুক্মিণী। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত ছিলেন দেব। সেই পর্ব মিটেছে। এ দিকে রুক্মিণী মৈত্র আপাতত শহরে তাঁর নতুন ছবি ‘বুমেরাং’-এর প্রচারে দম ফেলার সময় পাচ্ছেন না। আবার অন্য দিকে বুথফেরত সমীক্ষা নিয়ে সর্বত্র চর্চা শুরু হয়েছে। আগামী ৪ জুন নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসবে। বিশেষ দিনটি কী ভাবে কাটাবেন অভিনেত্রী? জানালেন আনন্দবাজার অনলাইনকে।

Advertisement

মঙ্গলবার সকাল থেকে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করবে। এ দিকে ছবির প্রচারে ব্যস্ত থাকবেন রুক্মিণী। সকাল থেকে কী কী পরিকল্পনা থাকবে তাঁর? রুক্মিণী হেসে বললেন, ‘‘ছবির প্রচার তো থাকবেই। পাশাপাশি, শুধু ঘাটাল নয়, রাজ্যের প্রতিটা কেন্দ্রের ফলাফল জানতে আমাদের সকলের চোখই টিভির পর্দায় থাকবে।’’

ঘাটালে দেবের জয় নিয়ে কতটা নিশ্চিত রুক্মিণী? বললেন, ‘‘জেতা বা হারা তো চলতেই থাকে। কিন্তু সব থেকে বড় হল বিশ্বাস। আর আমার মনে হয়, দেব সেটা জয় করতে পেরেছে।’’ একই সঙ্গে অভিনেত্রী যোগ করলেন, ‘‘ফলাফল যা-ই হোক না কেন, ও এক জন খুব বড় মানুষ হওয়ার পরিচয় নিয়ে ফিরবে। সেটাই ওর কাছে সব থেকে বড় প্রাপ্তি হবে।’’

Advertisement

ইন্ডাস্ট্রিতে খোঁজ নিয়ে জানা যাচ্ছে, নির্বাচনের ফলাফল ঘোষণার দিন ছবি বা সিনেমার প্রচারের অনুষ্ঠান খুব বেশি রাখতে চাইছেন না নির্মাতারা। রুক্মিণীও জানালেন, ভোট মিটলে পরের দিন থেকেই ‘বুমেরাং’-এর শেষ মুহূর্তের প্রচারে মন দেবেন তিনি। ছবিটি এখনও রুক্মিণী দেখেননি। ছবির প্রিমিয়ারে কি তা হলে তিনি আর দেব একসঙ্গে ‘বুমেরাং’ দেখবেন? হেসে বললেন, ‘‘এখনও পর্যন্ত সে রকমই ইচ্ছে আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement