দেবের জন্মদিনের পার্টিতে অভিনেতার সঙ্গে রুক্মিণী। ছবি: সংগৃহীত।
বুধবার ছিল বড়দিন। আর অবশ্যই দেবের জন্মদিন। বিশেষ দিনে বক্স অফিসে ‘খাদান’-এর সাফল্য এবং জন্মদিনের শুভেচ্ছায় ভেসেছেন দেব। তবে বাকি ছিল বিশেষ মানুষটির তরফে শুভেচ্ছাবার্তা।
বৃহস্পতিবার দেবের জন্মদিনের এক দিন পর সমাজমাধ্যমে অভিনেতাকে শুভেচ্ছাবার্তা জানালেন রুক্মিণী। দেবের জন্মদিন উপলক্ষে বিশেষ পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিতে দেবের নিকট বন্ধুরা। বুধবার রাতেই কেক কাটা এবং উদ্যাপনের ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে। এই পার্টিতেই দেবের সঙ্গে তোলা একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন রুক্মিণী। সঙ্গে লিখেছেন, ‘‘শুধু জন্মদিন নয়, প্রতিটা দিনেই তোমার জন্য শুভেচ্ছা থাকে। অপ্রতিরোধ্য হয়ে ওঠো, অপরাজিত থাকো। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল, মানুষের জন্য ভাল কাজ করো। তা হলে এই বিশ্ব তোমার পাশেই থাকবে। দেব, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, ভালবাসা এবং শুভেচ্ছা।’’
সম্প্রতি, দেব-রুক্মিণীর সমীকরণ নিয়ে টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছিল। সাক্ষাৎকারে দেব নিজেকে ‘সিঙ্গল’ দাবি করেছিলেন। নিন্দকেরা রটিয়েছিলেন, সমাজমাধ্যমে রুক্মিণী নাকি দেবকে আর অনুসরণ করছেন না! যদিও এই প্রসঙ্গে দু’জনেই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। যা-ই হোক, রুক্মিণীর শুভেচ্ছাবার্তা প্রকাশ্যে আসার পর যুগলের অনুরাগীরা আপ্লুত। এক জন লেখেন, ‘‘অনেক দিন পর আপনাদের একসঙ্গে দেখে ভাল লাগছে।’’ অন্য আর এক জন লিখেছেন, ‘‘তোমাদের দু’জনকে একসঙ্গেই দেখতে ভালবাসি।’’
এই মুহূর্তে রুক্মিণী ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। জানুয়ারি মাসে তাঁর পরবর্তী ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবিটি মুক্তি পাবে।