Aamir Khan

‘লোকে খাটো বলে ডাকত’, নিজের উচ্চতা নিয়ে কি হীনম্মন্যতায় ভুগতেন আমির?

উচ্চতার জন্য তেমন কিছু প্রভাব পড়েনি তাঁর অভিনয়ের সফরে। কিন্তু আমির নিজে নাকি হীনম্মন্যতায় ভুগতেন। তথাকথিত লম্বা-চওড়া নায়ক না হওয়ার আক্ষেপ ছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:২২
Share:

হীনম্মন্যতায় ভুগতেন আমির খান। ছবি: সংগৃহীত।

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হয়েও তিনি নাকি হীনম্মন্যতায় ভুগতেন। ‘দিল চাহতা হ্যায়’, ‘লগান’, ‘রং দে বসন্তী’, ‘থ্রি ইডিয়টস্’-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু নিজেকে নিয়ে আত্মবিশ্বাসে ঘাটতির অভাব হয়েছিল স্বয়ং আমির খানেরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানালেন আমির।

Advertisement

আমিরের শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। যদিও নব্বইয়ের দশকের ‘চকোলেট বয়’-এর অনুরাগীর কোনও অভাব ছিল না। উচ্চতার জন্য তেমন কিছু প্রভাবও পড়েনি তাঁর অভিনয়ের সফরে। কিন্তু আমির নিজে নাকি হীনম্মন্যতায় ভুগতেন। তথাকথিত লম্বা-চওড়া নায়ক না হওয়ার আক্ষেপ ছিল তাঁর। সাক্ষাৎকারে অভিনেতা স্বীকার করে নেন হীনম্মন্যতার কথা। তিনি বলেছেন, “আমি ভাবতাম, উচ্চতার জন্য দর্শক যদি আমাকে গ্রহণ না করে। এই নিয়ে আমি সত্যিই ভয় পেতাম। কিন্তু পরে বুঝলাম, এ সবের তেমন কোনও গুরুত্বই নেই। কিন্তু প্রথম দিকে আমি উচ্চতা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতাম।”

তবে এই প্রথম নয়। ‘তলাশ’ ছবির সময়েও আমির উচ্চতা নিয়ে হীনম্মন্যতার কথা বলেছিলেন। জানিয়েছিলেন, তাঁকে নাকি অনেকেই খোঁচা দিয়ে ‘খাটো’ বলে ডাকতেন। প্রথম দিকে খারাপ লাগলেও, পরে এই ধরনের মন্তব্য আর প্রভাব ফেলেনি আমিরের উপর। ক্রমশ বুঝেছেন বাইরের সৌন্দর্যই সব কিছু নয়। তিনি বলেছেন, “কতটা সৎ ভাবে একজন কাজ করছে আর সেই কাজ মানুষকে কী ভাবে আলোকিত করছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি কোনও কিছুর কোনও গুরুত্ব নেই।”

Advertisement

আমিরকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। ২০২২-এর এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বর্তমানে তিনি আসন্ন ছবি ‘সিতারে জ়মিন পর’ নিয়ে ব্যস্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement