Kaushik Sen

মুম্বইয়ে রবিনার সঙ্গে শুটিংয়ে ব্যস্ত কৌশিক, আর কে কে রয়েছেন এই হিন্দি ওয়েব সিরিজ়ে?

রবিনা ট্যান্ডনের সঙ্গে হিন্দি ওয়েব সিরিজ়ের শুটিংয়ে ব্যস্ত কৌশিক সেন। মুম্বই থেকে শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৯:২০
Share:

(বাঁ দিকে) কৌশিক সেন। রবিনা ট্যান্ডন ( ডান দিকে)। ছবি: সংগৃহীত।

চলতি বছরে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত হিন্দি ওয়েব সিরিজ় ‘শেখর হোম’। এই মুহূর্তে মুম্বইয়ে নতুন একটি সিরিজ়ের শুটিংয়ে ব্যস্ত কৌশিক সেন। সূত্রের খবর, এই সিরিজ়ের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রবিনা ট্যান্ডন। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে, এই খবরে সিলমোহর দিয়েছেন কৌশিক।

Advertisement

শোনা যাচ্ছে, রাজনৈতিক প্রক্ষাপটে তৈরি হচ্ছে এই সিরিজ়টি। তবে কৌশিক এই প্রসঙ্গে এখনই কোনও তথ্য ভাগ করে নিতে রাজি নন। সিরিজ়ের অন্যান্য চরিত্রে রয়েছেন সঞ্জয় সুরি, রণিত রায়, দক্ষিণী অভিনেতা প্রকাশ বেলাওয়াড়ি প্রমুখ। এই মুহূর্তে এই সিরিজ় নিয়ে খুব বেশি কথা বলতে রাজি নন কৌশিক। তবে জানালেন, রবিনার সঙ্গে ইতিমধ্যেই তাঁর দুটি বড় দৃশ্যের শুটিং শেষ হয়েছে। কেমন অভিজ্ঞতা? কৌশিকের কথায়, ‘‘খুবই পেশাদার অভিনেত্রী। ওঁর সঙ্গে অভিনয় করে ভাল লেগেছে।’’

তবে ইউনিটের মধ্যে প্রকাশের সঙ্গে বেশি বন্ধুত্ব গড়ে উঠেছে কৌশিকের। কারণ দু’জনে একই হোটেলে রয়েছেন। দক্ষিণী অভিনেতা হলেও বলিউডের ‘মাদ্রাজ় ক্যাফে’, ‘দ্য তাসখন্দ ফাইল্‌স’-এর মতো হিন্দি ছবিতে তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছে। কৌশিক বললেন, ‘‘উনি তো নাটকেও অভিনয় করেন। সম্প্রতি দক্ষিণী ভাষায় রবীন্দ্রনাথের ‘গোরা’ মঞ্চস্থ করেছেন। একজন অবাঙালি হওয়া সত্ত্বেও রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র সাহিত্য সম্পর্কে ওঁর জ্ঞান এবং আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।’’

Advertisement

রণিত এক সময় বাংলায় কাজ করেছেন। তাই তাঁর সঙ্গেও শুটিংয়ের ফাঁকে আড্ডা দিয়েছেন কৌশিক। বললেন, ‘‘মজাদার মানুষ। বাংলায় আড্ডা দিয়েছি। তাঁর সঙ্গে অভিনয় করেও বেশ ভাল লেগেছে।’’ আগামী কয়েক মাস ধরে এই সিরিজ়ের শুটিং চলবে। তবে চলতি মাসের শেষেই কলকাতায় ফিরবেন কৌশিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement