Mittir Bari serial

ধারাবাহিকে প্রথম বার পারিজাত, সিরিজ় থেকে ছোট পর্দায় এলেন কিসের টানে? জানালেন অভিনেত্রী

ছোট পর্দায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী পারিজাত চৌধুরী। ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের শুটিং ফ্লোরে বসে আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডা দিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:৩০
Share:

অভিনেত্রী পারিজাত চৌধুরী। ছবি: ফেসবুক।

সিনেমা এবং ওয়েব সিরিজ়ে দর্শক তাঁকে দেখেছেন। এ বার ছোট পর্দায় পা রাখলেন অভিনেত্রী পারিজাত চৌধুরী। সোমবার থেকে দর্শক তাঁকে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে দেখছেন। নতুন সফর নিয়ে মনের কথা জানালেন পারিজাত।

Advertisement

ধারাবাহিকের শুটিংয়ের মাঝেই সময় দিয়েছিলেন পারিজাত। তিনি যে হঠাৎ ধারাবাহিকের অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন, বিষয়টা তেমন নয়। পারিজাত জানালেন, দীর্ঘ দিন ধরেই তাঁর কাছে ধারাবাহিকের প্রস্তাব আসছিল। তবে তিনি তখন প্রস্তুত ছিলেন না। অভিনেত্রী বললেন, ‘‘ছোট পর্দায় অভিনয় খুব বড় একটা দায়িত্ব। অন্তত এক বছর ধরে শুটিং চলবে। নায়িকার চরিত্র মানে আমাকেই টেনে নিয়ে যেতে হবে গল্পটা। প্রথমে এই দায়িত্বটা নিতে পারব কি না, বুঝতে পারছিলাম না।’’ কিন্তু এ বার যে তিনি রাজি হয়েছেন, তার নেপথ্যে ধারাবাহিকের গল্প। এ কথা জানিয়েছেন পারিজাত।

গল্পে কী ভাবে জোনাকির (পারিজাতের চরিত্র) প্রবেশ, তার আঁচ দর্শক ধারাবাহিকের প্রোমো থেকে পেয়েছেন। তবে নিজের অভিনীত চরিত্রটিকে অন্য ভাবে ব্যাখ্যা করতে চাইলেন পারিজাত। বললেন, ‘‘প্রাণবন্ত চরিত্র। কিন্তু জোনাকির জীবনে অনেক দুঃখ রয়েছে। তার মধ্যেই নিজেকে এবং চারপাশের মানুষদের ভাল রাখতে চায় জোনাকি। এ ছাড়াও আরও অনেক চমক রয়েছে, যেগুলো দর্শক সময়ের সঙ্গে জানতে পারবেন।’’

Advertisement

‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে জোনাকি চরিত্রে পারিজাতের লুক। ছবি: সংগৃহীত।

নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে অনেক সময়েই ধারাবাহিক থেকে ওয়েব সিরিজ় বা বড় পর্দায় কাজের প্রবণতা দেখা যায়। পারিজাতের ক্ষেত্রে বিষয়টা বিপরীত। কারণ অপর্ণা সেন পরিচালিত ‘আরশিনগর’ ছবির মাধ্যমে তিনি টলিপাড়ায় পা রাখেন। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজ়েও দর্শকের নজর কাড়েন তিনি। পারিজাত বললেন, ‘‘প্রথমে আমি ভেবেছিলাম ধারাবাহিকে অভিনয় করব না। আসলে মাধ্যমভেদে অভিনয়ের ধরন হয়তো বদলাতে পারে। আমি সেগুলো শিখতে চাই। আমি তো মঞ্চেও অভিনয় করতে চাই।’’

এই ধারাবাহিকে পারিজাতের বিপরীতে রয়েছেন আদৃত রায়। অল্প সময়ের মধ্যেই আদৃতের সঙ্গেও তাঁর ভাল সমীকরণ তৈরি হয়ে গিয়েছে বলে জানালেন পারিজাত। তাঁর কথায়, ‘‘এর আগে আদৃতকে আমি ওঁর অভিনয়ের মাধ্যমেই চিনতাম। প্রথম ধারাবাহিক থেকেই জনপ্রিয়। ভাগ্যক্রমে আমাদের রসায়ন খুব ভাল জমেছে। আশা করছি দর্শক আমাদের জুটি পছন্দ করবেন।’’ এই ধারাবাহিকে দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, শঙ্কর চক্রবর্তীর মতো অভিনেতারা রয়েছেন। তাঁদের থেকে শেখার সুযোগ তাঁকে অভিনেত্রী হিসেবে আরও নিপুণ ভাবে গড়ে তুলবে বলেই মনে করছেন পারিজাত।

এই মুহূর্তে ধারাবাহিকেই মনোনিবেশ করতে চাইছেন পারিজাত। শুটিংয়ের সুবিধার্থে তাই এখন শ্রীরামপুর থেকে কলকাতায় এসে থাকছেন। তবে তাঁর ভালবাসা নাচ। সময় পেলে নাচ নিয়েই কাজ করতে চান। তাঁর কথায়, ‘‘ব্যালে এবং ভরতনাট্যম মিলিয়ে একটা উপস্থাপন করার ইচ্ছে রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement