Naga Chaitanya

সামান্থা অতীত, শোভিতার সঙ্গে নতুন অধ্যায়! দ্বিতীয় বিয়ের আগে কেন ভয় পাচ্ছেন নাগা চৈতন্য?

শোভিতার সঙ্গেই চারহাত এক হতে চলেছে নাগা চৈতন্যের। তবে বিয়ে নিয়ে নাকি বেশ চাপে রয়েছেন দক্ষিণী অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৯:০৫
Share:
Naga Chaitanya said that he is a bit nervous before his marriage with Sobhita Dhulipala

শোভিতার সঙ্গে বিয়ের আগে কী নিয়ে চিন্তায় সামান্থা? ছবি: সংগৃহীত।

দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা চৈতন্য। ২০২১-এ প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন তিনি। শোনা যায়, তৃতীয় ব্যক্তি হিসাবে শোভিতা ধুলিপালার প্রবেশেই তাঁদের দাম্পত্যে চিড় ধরে। শোভিতার সঙ্গেই চারহাত এক করছেন নাগা চৈতন্য। তবে বিয়ে নিয়ে নাকি বেশ চাপে রয়েছেন দক্ষিণী অভিনেতা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজেই জানালেন সে কথা।

Advertisement

অগস্ট মাসে শোভিতার সঙ্গে বাগ্দান সেরেছিলেন নাগা চৈতন্য। বিয়েও নাকি ঘনিষ্ঠ পরিজনদের মাঝেই করার পরিকল্পনা তাঁদের। অভিনেতা স্মৃতিচারণ করে বলেছেন, “ওটিটির একটি শোয়ের উদ্বোধনের জন্য মুম্বইয়ে গিয়েছিলাম। সেই সময় সেই প্ল্যাটফর্মেই শোভিতারও একটি সিরিজ় চলছিল। সেই ওটিটি প্ল্যাটফর্মের অনুষ্ঠানেই আমাদের প্রথম কথা হয়েছিল।”

হবু স্ত্রী সম্পর্কে নাগা চৈতন্য আরও বলেন, “গত কয়েক মাসে শোভিতা ও ওর পরিবারকে জেনে, বুঝে খুব ভাল লেগেছে। ওদের পরিবারের সঙ্গে কথা বলে খুব আনন্দ পাই। তাই বিয়ের দিনটা নিয়ে আমি খুব উত্তেজিত। সত্যিই ভীষণ উত্তেজিত আমি।” তবে উত্তেজনার সঙ্গে ভয়ও রয়েছে নাগার।

Advertisement

বিয়েতে নানা ধরনের রীতি নিয়ে চিন্তায় নাগা চৈতন্য। তাঁর কথায়, “ওর পরিবার আমাকে ঘরের ছেলেই মনে করে। আমাদের বহু মিল রয়েছে। আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। শোভিতাও আমাদের ঘরের মেয়ের মতোই। আমরা একসঙ্গে বহু উৎসব পালন করেছি। তবে নানা রকমের রীতি পালনের বিষয় রয়েছে। উত্তেজনার সঙ্গে বেশ ভয় ভয়ও লাগছে।”

৪ ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিয়ো। হায়দরাবাদের বান্জ়ারা হিল্সে ২২ একর জুড়ে অবস্থিত পারিবারিক এই স্টুডিয়োয় নাগা-শোভিতার বিবাহবাসর বসতে পারে। তবে পুরোটাই হবে শোভিতাদের পরিবারের নিয়ম অনুসারে। বিয়ের আচার-অনুষ্ঠান হবে তেলুগু নিয়মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement