Raj Kundra

Raj-Shilpa: ফের নতুন বিতর্ক! এ বার প্রতারণার অভিযোগে রাজ-শিল্পার বিরুদ্ধে এফআইআর

অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে দেড় কোটি টাকা বিনিয়োগ আদায় করেন কাশিফ খান নামে এক ব্যক্তি। সঙ্গে ছিলেন রাজ-শিল্পা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ১৫:১২
Share:

বিপাকে রাজ-শিল্পা

একটা ধাক্কা সামলে উঠছিলেন সবে। রেশ কাটতে না কাটতেই ফের বিতর্ক। শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করলেন নিতিন গড়াই নামে এক ব্যক্তি।

অভিযোগে বলা হয়েছে— কাশিফ খান নামে এক ব্যক্তি তাঁর জিম ‘এসএফএল ফিটনেস’-এর সংস্থায় নিতিনকে দেড় কোটি টাকা বিনিয়োগ করতে বলেন। কাশিফের সঙ্গেই ছিলেন শিল্পা এবং রাজ। নিতিনকে সংস্থার ফ্রাঞ্চাইজি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা। শুধু তা-ই নয়। ওই ব্যক্তিকে পুনেতে একটি স্পা এবং জিম খুলে দেওয়ার কথাও বলেছিলেন তাঁরা। কিন্তু শেষমেশ কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি রাজ, শিল্পা বা তাঁদের সহকারী। নিতিন লগ্নির টাকা ফেরত চাইলে উল্টে তাঁকে নানা ভাবে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন:

ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে রাজ-শিল্পার বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement