Anupam Roy

Anupam Roy: টাকা বা ক্ষমতার লোভে রাজনীতিতে যাচ্ছেন অনেক শিল্পীই, মানতে পারি না: অনুপম

সবাই নীতির জন্যই রাজনীতিতে পা রাখেন বলে মনে করেন না অনুপম। কখনও কখনও সে ক্ষেত্রে বিচ্যুতি ঘটতে দেখেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ১৩:৪৪
Share:

অনুপমের ব্যক্তিগত রাজনীতি ঠিক কী

‘‘আমি রাজনীতির মানুষ নই’’, ফ্যাসিবাদ-বিরোধী গীতিকার-গায়ক-সুরকার অনুপম রায় এক কথায় নিজের অবস্থান সম্পর্কে বুঝিয়ে দিলেন শনিবাসরীয় আনন্দবাজার অনলাইনের লাইভ আড্ডায়। দলীয় রাজনীতি করার জন্য প্রয়োজনীয় দক্ষতা তাঁর নেই, কিন্তু নিজস্ব রাজনীতি থেকে পিছু হটেন না তিনি। এমনই বক্তব্য অনুপমের।

Advertisement

প্রশ্ন করা হয়েছিল, কোনও দিন রাজনীতির ময়দানে তাঁকে দেখা যাবে কি? তাঁকে কখনও কোনও দল দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়নি? অনুপম বললেন, ‘‘না, কোনও দিনও কোনও দলের তরফে প্রস্তাব আসেনি। আর আমার ধারণা, আমি রাজনীতির মানুষ নই।’’ ঠিক যে ভাবে অনেকে তাঁকে অভিনয় করার কথা বলেন, কিন্তু তাঁর মতে, অভিনয় করার দক্ষতা তাঁর নেই।

পেশাদার রাজনীতির সঙ্গে দূরত্ব রাখলেও ব্যক্তিগত রাজনীতির বিষয়ে নির্লিপ্ত নন অনুপম। তাঁর কথায়, ‘‘ব্যক্তিগত রাজনীতি তো আছে বটেই। আমি ফ্যাসিবাদ-বিরোধী মানুষ।’’

Advertisement

সংসদীয় রাজনীতির সঙ্গে শিল্পীদের যোগসূত্র তৈরি হওয়া কি উচিত? অনুপম বললেন, ‘‘আমি মনে করি, কোনও মানুষ একটি কাজে নিজেকে নিয়োগ করছেন, তাতেই সম্পূর্ণ মনোনিবেশ করা উচিত। আমি সঙ্গীতের পিছনে যে সময়টা দিই, সেই সময়টা কিন্তু অন্য কিছুতে ভাগ হয় না। আমি ‘আধা ইঞ্জিনিয়ার, আধা সঙ্গীতশিল্পী’ নই। এ বার যদি কোনও শিল্পী একসঙ্গেই একাধিক কাজ সুষ্ঠু ভাবে করতে পারেন, তবে তাঁকে আমি কুর্নিশ জানাই। কিন্তু আমি দু’নৌকায় পা রাখতে পারি না।’’

কিন্তু সবাই নীতির জন্যই রাজনীতিতে পা রাখেন বলে মনে করেন না অনুপম। কখনও কখনও সে ক্ষেত্রে বিচ্যুতি ঘটতে দেখেছেন বলে জানান তিনি। তাই অনুপমের মতে, ‘‘আদর্শের জন্যই কি শিল্পীরা রাজনীতিতে যাচ্ছেন? সব ক্ষেত্রে এটা মনে হয় না আমার। হয়তো অন্য কিছুর উদ্দেশ্য বেশি। তা টাকা হোক বা ক্ষমতা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement