Amitabh Bachchan

দিদি নব্যা নয়, ভাই অগস্ত্যই নাকি দাদুর প্রভাব খাটান! কী ভাবে? প্রকাশ্যে আনলেন অমিতাভ

দাদুর নাম ভাঙিয়ে অগস্ত্য কী এমন করতেন বিদেশের মাটিতে? ফাঁস করে দিলেন দাদু অমিতাভ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৮:৩৯
Share:

নাতি-নাতনিদের সঙ্গে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। ছবি: সংগৃহীত।

বলিউড মানেই গ্ল্যামারের ছটা। বি টাউন তারকাদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও জনপ্রিয়তার তুঙ্গে। আর তারকা-সন্তানদের নিয়ে সমাজমাধ্যমে আলোচনার শেষ নেই। আর তা যদি হন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা তা হলে তো কথাই নেই। গত কয়েক দিন ধরেই অমিতাভের নাতনি, অগস্ত্যের দিদি নব্যা নভেলি নন্দাকে নিয়ে সমালোচনার ঢেউ নেটপাড়ায়। তিনি নাকি দাদুর প্রভাব খাটিয়ে আইআইএম-এ ম্যানেজমেন্টে পড়ার সুযোগ পেয়েছেন। নাতি অগস্ত্য যে সত্যিই দাদুর প্রভাব খাটান এ বার সেই তথ্যই প্রকাশ্যে আনলেন দাদু অমিতাভ।

Advertisement

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-এর সেটে নিজেদের ছবি ‘ভুল ভুলাইয়া ৩’-র প্রচারে আসেন কার্তিক আরিয়ান ও বিদ্যা বালন। সেখানেই কার কোন খাবারে আগ্রহ সেই নিয়ে নানা কথা বলতে বলতেই উঠে আসে নাতি অগস্ত্যের প্রসঙ্গ। সেখানেই অমিতাভ জানান নিউ ইয়র্কে রেস্তরাঁয় বিনা টাকায় খেয়ে আসতেন অগস্ত্য, দাদু অমিতাভ বচ্চনের নাম ভাঙিয়ে। আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন অগস্ত্য। সেই সময় অভিনেতার নাতি কলেজের কাছে একটি ভারতীয় রেস্তরাঁয় খেতে যেতেন। সেখানে একটি খাবারের নাম ছিল অমিতাভ বচ্চন। সেখানে খেতে গিয়ে অগস্ত্য দাদুর সঙ্গে তাঁর ছবি দেখিয়ে বিনামূল্যে খাবার খেতেন। এই প্রসঙ্গে অবশ্য কার্তিক বলেন, ‘‘আমার এখনও তেমন সুযোগ হয়নি। কোথাও খেতে গেলে পুরো টাকাই দিতে হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement