Malaika Arora

‘আমার কোনও অনুশোচনা নেই,’ অর্জুনের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় কি সিলমোহর দিলেন মালাইকা!

জীবনে যা যা সিদ্ধান্ত নিয়েছেন, বাবার মৃত্যুর পর তা নিয়ে অকপট মালাইকা। বললেন, ‘‘যা কিছু ঘটছে এবং যে ভাবে সবটা আমার চলার রাস্তায় এসেছে তার জন্য আমি কৃতজ্ঞ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৭:০৩
Share:

(বাঁ দিকে) অর্জুন কপূর। মালাইকা আরোরা (ডান দিকে) । ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগেই বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন মালাইকা অরোরার বাবা। অভিনেত্রীর এমন কঠিন সময়ে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন অর্জুন কপূর। যদিও বলিপাড়ায় গুঞ্জন, ছয় বছর সম্পর্কে থাকার পর ফাটল ধরেছে তাঁদের প্রেমে। যদিও অর্জুনের আগে আরবাজ় খানের সঙ্গে প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন ছিল তাঁর। সেই সম্পর্কের অবসান ঘটিয়ে অর্জুনের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন অভিনেত্রী। সেখানেও ছন্দপতন। কানাঘুষো শোনা যায় অর্জুন-মালাইকার সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। যদিও বিচ্ছেদ নিয়ে কখনওই প্রকাশ্যে একটি বাক্যও খরচ করেননি দু’জনের কেউ। তবে জীবনে যা যা সিদ্ধান্ত নিয়েছেন, বাবার মৃত্যুর পর তা নিয়ে অকপট মালাইকা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘‘আমি আমার জীবনে যে সিদ্ধান্তগুলো নিয়েছি তা নিয়ে কোনও অনুশোচনা নেই। ওই সিদ্ধান্তগুলো আমার জীবনের রূপরেখা তৈরি করেছে। যা কিছু ঘটছে এবং যে ভাবে সবটা আমার চলার রাস্তায় এসেছে তার জন্য আমি কৃতজ্ঞ।’’

মালাইকা ও অর্জুনের ঘনিষ্ঠ সূত্রের খবর, সম্পর্ক ভাঙলেও, নিজেদের মধ্যে বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখবেন এই তারকা জুটি। সেই সূত্রের কথায়, ‘‘ওঁদের মধ্যে ভালবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হল না। কিন্তু তার মানে এই নয় যে, ওঁদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়েছে। ওঁরা সব সময় পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময় পাশে থেকেছেন। সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই ওঁরা সব সময় অগ্রাধিকার দিয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement