Ram Mandir Inauguration

রামমন্দির উদ্বোধনের আগে মোদীকে বিশেষ অনুরোধ পর্দার ‘সীতা’ দীপিকার, কী চাইলেন তিনি?

এখনও দর্শক তাঁকে ‘সীতা’ হিসেবেই মনে রেখেছেন। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন জগতের একাধিক তারকার সঙ্গেই উপস্থিত থাকবেন দীপিকা চি‌খলিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ ১৯:১৫
Share:

দীপিকা চি‌খলিয়া এবং নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

আগামী ২২ জানুয়ারী অযোধ্যার রামমন্দিরে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। দিন যত এগিয়ে আসছে, ততই সেজে উঠছে অযোধ্যা শহর। বিশেষ এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকবেন দেশের প্রায় আট হাজার বিশিষ্টজন। তালিকায় রয়েছে ‘রামায়ণ’ সিরিয়ালের সীতার চরিত্রাভিনেত্রী দীপিকা চিখলিয়ার নাম।

Advertisement

অনুষ্ঠানে বিশিষ্টদের সঙ্গে যে তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে তার জন্য উচ্ছ্বসিত দীপিকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রামমন্দিরে মূর্তির প্রাণপ্রতিষ্ঠার দিনটিকে ঐতিহাসিক বলেই উল্লেখ করেছেন তিনি। তবে তার পরেও দীপিকার মনে হতাশার ছায়া। তাই রাম মন্দির নিয়ে প্রধানমন্ত্রীর কাছে তিনি বিশেষ অনুরোধ করেছেন। দীপিকা বলেন, ‘‘আমি সব সময় ভাবতাম রামচন্দ্রের মূর্তির পাশে সীতার মূর্তি থাকবে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি যাতে উনি অযোধ্যায় রামের সঙ্গে সীতার মূর্তিও যেন স্থাপন করেন।’’ এরই সঙ্গে দীপিকা জানান যে রামের মূর্তিকে ওখানে একা রাখা উচিত নয়। তাঁর কথায়, ‘‘একসঙ্গে দু’জনের মূর্তি স্থাপিত হলে দেশের সমস্ত মহিলা খুশি হবেন।’’

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের একাধিক তারকার হাজির হওয়ার কথা। সূত্রের খবর, উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, অনুপম খের, রজনীকান্ত, অক্ষয় কুমার, অজয় দেবগণ, প্রভাস, যশ প্রমুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement