প্রয়াত অভিনেত্রী শোভিতা। ছবি: সংগৃহীত।
বিয়ের বছর না ঘুরতেই অস্বাভাবিক মৃত্যু হল অভিনেত্রী শোভিতা শিবানার। ছোট পর্দার জনপ্রিয় মুখ শোভিতা। মূলত কন্নড় ভাষায় কাজ করতেন তিনি। তবে ‘কেজিএফ’-এর মতো ছবিও রয়েছে তাঁর ঝুলিতে। সোমবার নিজের বাড়ি থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ।
গত বছরের মে মাসে প্রেমিক সুধীরকে বিয়ে করেন শোভিতা। বছর দুয়েক আগেই সুধীরের ফ্ল্যাটে থাকা শুরু করেছিলেন অভিনেত্রী। হায়দরাবাদের কাছে গাছিবৌলি থানা এলাকার সেই বাড়ি থেকেই উদ্ধার হল শোভিতার ঝুলন্ত দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর নাকি সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করা ছেড়ে দিয়েছিলেন তিনি। হায়দরাবাদে স্বামীর সংসার সামলাচ্ছিলেন অভিনেত্রী।
এ বিষয়ে গাছিবৌলি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে অভিনেত্রীর দেহ পাঠানো হবে কর্নাটকের বাড়িতে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।