বড়দিনে মিমি চক্রবর্তীর উদ্যাপন। ছবি: ফেসবুক।
কেউ উল্লাসে রাত জাগছেন। কেউ বা সাজাচ্ছেন বাড়ি। বড়দিনে মিমি চক্রবর্তী কী করছেন? তিনিও উদ্যাপনে মেতেছেন। তাঁর মতো করে। রান্নাঘরে ঢুকে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন। মাথায় ব্যান্ড, সামনে রাখা নানা মাপের পাত্র। সেখানে নানা উপকরণ। তাই নিয়ে ব্যস্ত অভিনেত্রী।
বড়দিনের বড় পদ বানালেন নাকি? সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া ঝলক এ দিন সকাল থেকে চর্চিত। সেই ঝলক অনুযায়ী, মিমি কেক বানিয়েছেন। সবুজ গরম পোশাকে মুড়ে নিয়েছেন নিজেকে। মাথায় লাল রঙের ক্রিসমাস ব্যান্ড। মিমি কেক বানানোর আগে সমস্ত উপকরণ দেখিয়ে নিয়েছেন। এমনকি বড় ছাঁকনিটাও। যা দিয়ে তিনি ময়দা এবং অন্য উপকরণ ছেঁকে নিয়েছেন। তার পর ডিম ফেটিয়ে, কেকের মণ্ড বানিয়ে ওভেনে দিয়ে পোষ্যদের সঙ্গে খেলায় মেতেছেন।
বাঙালির বারো মাসে অনেক পার্বণ। নায়িকা নিজের মতো করে সে সব উদ্যাপন করেন। আবাসনের শারদীয়ার দায়িত্বে যেমন থাকেন তেমনই বড়দিন কিংবা ইংরেজি নতুন বছর পালনেও। ডিসেম্বর মানেই কেক-পেস্ট্রির মাস। মিমি তাই রান্নার পুরো ভিডিয়ো নিজস্ব ইউটিউবে ভাগ করে নিতে চলেছেন। যাঁরা খাদ্যরসিক এবং যাঁরা রাঁধতে ভালবাসেন তাঁরা চাইলে মিমির রান্না রেঁধে দেখতেই পারেন।