Christmas 2024

শারদীয়া থেকেই বড়দিন শুরু! সান্তাক্লজ় দেবমাল্যকে তখনই উপহার দিয়েছে: মধুমিতা

আগের রাত থেকেই উদ্‌যাপনের মেজাজে। প্রেমিকের হাতে হাত। সঙ্গে পানীয়ের পাত্র। নায়িকার দাবি, শারদীয়া থেকেই নাকি তাঁর ‘ক্রিসমাস’ শুরু।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৫:২৫
Share:

মধুমিতা সরকার, দেবমাল্য চক্রবর্তীর বড়দিন। ছবি: ইনস্টাগ্রাম।

বড়দিন এত মধুর হবে কোনও দিন ভেবেছিলেন মধুমিতা সরকার! তাঁর ভাবনার বাইরেও যে জীবন চলে। উপরওয়ালা নায়িকার জীবনে ২০২৪-কে স্মরণীয় করার বন্দোবস্ত করেছেন। মধুমিতার জীবনে তাই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর উপস্থিতি। তাঁকে নিয়েই ক্রিসমাসের আগের রাত থেকে উল্লাসে মেতেছেন মধুমিতা। দোসরের হাতে হাত। সঙ্গে পানীয়ের পাত্র, আর এক দল বন্ধু। পার্টি জমাতে আর কী প্রয়োজন?

Advertisement

দেবমাল্য কি গাইলেন, ‘ও মধু’? প্রশ্ন রেখেছিল আনন্দবাজার অনলাইন। ফোনের ও পারে হাসির ফোয়ারা। জানালেন, বন্ধুরা সঙ্গে থাকলে এমনিতেই হুল্লোড় হয়। বাইরে কোথাও নয়, বন্ধুর বাড়িতে জমায়েত হয়েছিল। কেবল এক বন্ধু যোগ দিতে পারেননি। তাঁর অভাবে একটু মনখারাপ অভিনেত্রীর। পার্টি জমাতে নিজেদের সুন্দর সাজিয়েছিলেন যুগলে। উদ্‌যাপনের রং কালো-ও। মধুমিতা ঝকঝকে কালো ব্লেজ়ারে। দেবমাল্য সাদা-কালোয় পুরুষালি।

বড়দিনেও বাড়িতে, একান্তে সময় কাটাবেন তাঁরা। সঙ্গী অবশ্যই পছন্দসই খানাপিনা।

Advertisement

মধুমিতার জীবনে এ বছর ২৫ ডিসেম্বর আক্ষরিক অর্থেই ‘বড়দিন’। অনেক বছর সঙ্গীহীন কাটিয়েছেন তিনি। তাই বুঝি সান্তাক্লজ়ের উপহার দেবমাল্য? এক বাক্যে স্বীকার করে নিয়েছেন মধুমিতা। এ-ও মনে করিয়ে দিয়েছেন, “আমার বড়দিন এ বছর শারদীয়া থেকে শুরু। শীতের উপহার আগাম পেয়ে গিয়েছি। তাই পুজোর মতো এ বছরের বড়দিনও ঝলমলে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement