Christmas 2024

ইউভানের ‘সান্তা’ নাকি ইয়ালিনি! নতুন পোশাকে সেজে বড়দিন পালনে কৃষভি, ধীর কী করছে?

কেবল তারকাদের বড়দিন? একেবারেই না। তারকা সন্তানেরাও কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছে। কী ভাবে বড়দিন কাটাচ্ছে তারা?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৫
Share:

গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষের কোলে ধীর, জুটিতে ইউভান-ইয়ালিনি। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ছোট বলে ওদের কি কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করছেন না কি? বছর শেষে ওরাও কিন্তু ‘রকিং’! তালিকা লম্বা। ইউভান, ইয়ালিনি, ঈশান, ধীর, কৃষভি, নভন্যা, কবীর— যে কোনও উদ্‌যাপনে কোমর বেঁধে নেমে পড়ে। শারদীয়া কিংবা খ্রিস্ট মাস— এরা সবেতেই আছে।

Advertisement

ইউভান-ইয়ালিনিকে দেখুন। মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঘর সাজাতে ব্যস্ত। সেখানেই কচি গলায় দাদাকে বলতে শোনা গিয়েছে, “ইয়ালিনি সান্তাক্লজ়!” রুপোলি তারা, সবুজ ক্রিসমাস ট্রি, রকমারি সোনালি বল আর উপহারের বাক্স— অভিনেত্রী মা এগিয়ে দিয়েছেন তাদের হাতে। ওরা নির্দেশ মেনে সে গুলো সাজিয়েছে। আলোর মালা জড়িয়ে দিতেই উদ্‌যাপনের আয়োজন সম্পূর্ণ। বড়দিনের সকালে আসল কেরামতি দেখিয়েছে। ইউভান লাল-সাদা জামায় সুন্দর। ইয়ালিনি সেজেছে লাল পোশাকে। সঙ্গে বড় চশমা, মাথায় ব্যান্ড। রাজ নিজেও সেজেছেন লাল টি শার্টে। তার পর ‘সন্তান’দের নিয়ে মেতেছেন উল্লাসে। টেবিলে থরে থরে সাজানো কেক, কুকিজ়, চকোলেট আরও অনেক কিছু।

একই ভাবে মা-বাবার কোলে বসে সান্তার উপহারের বাক্স খুলেছে একরত্তি ধীর। আনন্দবাজার অনলাইনকে গৌরব চক্রবর্তী বলেছিলেন, “পুজোর মতোই বড়দিনের উদ্‌যাপনও ধীরকে বোঝাতে চেষ্টা করব। সেই জন্যই বাড়ির একটি কোন ঋদ্ধিমা আর আমি সাজিয়েছি।” ধীরের জামায় সান্তার টুপি, উপহারের বাক্স, কেকের নক্সা। মা-বাবা তার হাতে তুলে দিয়েছেন রকমারি খেলনা। এক মনে তাই নিয়ে ব্যস্ত সে।

Advertisement

কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজের মেয়ে কৃষভি। শ্রীময়ী বলেছেন, “এ বছর এত পোশাক পেয়েছে যে আমরা আলাদা করে কিচ্ছু কিনিনি। রোজ সকাল-বিকেল নতুন জামায় সাজছে। বড়দিনেও সেটাই হবে।” অভিনেত্রী জানিয়েছেন, আগামী বছর দায়িত্ব নিয়ে মেয়ের জন্য বিশেষ আয়োজন করবেন। রসিকতাও করেছেন, “২০২৫-এর বড়দিনের পার্টি মা-বাবা-মেয়ে মিলে করব।”

টলিউড বলছে, ২০২৪-এর বড়দিন আক্ষরিক অর্থে ‘বড়’ নায়ক জিৎ মদনানির মেয়ে নবন্যার জীবনে। মাত্র ১২ বছর বয়সে সে তুতো বোন কৃষ্ণার সঙ্গে গায়ক-সুরকার অনীক ধরের তত্ত্বাবধানে ‘দিস খ্রিস্টমাস ইভ’ গেয়েছে। মেয়ে এবং ভাইঝির এই চেষ্টা মন ছুঁয়ে গিয়েছে রুপোলি পর্দার নায়কের। পুরোটাই ভিডিয়ো অ্যালবাম বানিয়ে ইউটিউবে প্রকাশ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement