Jaya Ahsan

শীতের মরসুমে সব্জি নিয়ে ব্যস্ত জয়া, বাগানে কী ভাবে সময় কাটছে অভিনেত্রীর?

বাংলাদেশে রয়েছেন জয়া আহসান। শীতের সকালে বাড়ির বাগানে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৪
Share:

বাড়ি বাগানে অভিনেত্রী জয়া আহসান। ছবি: ফেসবুক।

শীতের সকালে প্রকৃতির কোলে জয়া আহসান। অভিনেত্রী মন দিয়েছেন চাষাবাদে। বাড়ির বাগানে সময় দিচ্ছেন অভিনেত্রী। শীতের সব্জি তুলছেন মন দিয়ে। মঙ্গলবার সমাজমাধ্যমে অনুরাগীদের জন্য তারই ঝলক তুলে ধরলেন অভিনেত্রী।

Advertisement

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন জয়া। সেখানে দেখা যাচ্ছে, ফুলকপি, ধনেপাতা, বেগুন-সহ আরও শীতের সব্জি হাতে করে তুলছেন জয়া। সঙ্গে রয়েছে বেশ কিছু পোষ্য। ভিডিয়োর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘‘প্রকৃতির কোলে রোদ এবং ধুলো মাখা হাত। বাগান করার জীবনটাই সেরা।’’

বাংলাদেশে এখন অস্থির সময়। কিন্তু তার মাঝেই নিজের মতো করে মন ভাল রাখার সুযোগ খুঁজে নিয়েছেন জয়া। আনন্দবাজার অনলাইনকে জানালেন, তাঁর পরিবারেরই বাগানে শীতের সব্জি চাষ করা হচ্ছে। জয়া বললেন, ‘‘আমি প্রকৃতিপ্রেমী মানুষ। সে গাছপালা হোক বা ছাদবাগান, সময় দিতে ভাল লাগে।’’ জয়ার মতে, তাঁর পরিবারে প্রত্যেকেরই প্রকৃতির প্রতি আলাদা রকমের ভালবাসা রয়েছে। সেই সূত্রে অভিনেত্রীর মধ্যেও সেই গুণ প্রবেশ করেছে। বললেন, ‘‘এই মুহূর্তে আমি ঢাকাতেই রয়েছি। এখানেই বাগানে একটু সময় কাটাচ্ছি।’’

Advertisement

গত বছর বলিউডের ‘কড়ক সিংহ’ ছবিতে জয়ার অভিনয় প্রশংসিত হয়। চলতি বছরেই এ পার বাংলার ছবি ‘ভূতপরী’তে অভিনেত্রীকে দেখেছেন দর্শক। জয়ার বেশ কিছু নতুন কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement