শোভিতা ধুলিপালা-নাগা চৈতন্য। ছবি: সংগৃহীত।
বিয়ের আগেই পরিবার পরিকল্পনা করে ফেললেন নাগা চৈতন্য! সদ্য তিনি মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। তখনই জানিয়েছেন তাঁর মতে, সুখি পরিবার একাধিক সন্তান নিয়ে তৈরি হয়। তা হলে কি তিনি একাধিক সন্তানের বাবা হওয়ার কথাই বলতে চেয়েছেন?
নাগা আর শোভিতা ধুলিপালার বিয়ে নিয়ে দেশে সারা পরে গিয়েছে। দুই তারকার অনুরাগীরা অভিনেতার দ্বিতীয় বিয়ে দেখার জন্য উদগ্রীব। তার মধ্যেই এই চঞ্চল্যকর তথ্য স্বাভাবিক ভাবে উত্তেজনায় ইন্ধন জুগিয়েছে। কারণ, স্বাভাবিক ভাবেই বিয়ের আগে সাধারণত বিষয়টি নিয়ে চট করে কেউ কথা বলেন না বা বলতে চান না। অনেক তারকা ‘বিষয়টি ব্যক্তিগত’ বলেও এড়িয়ে যান। সে দিক থেকেও নাগা ব্যতিক্রম।
কী প্রসঙ্গে এই বক্তব্য অভিনেতার? সম্প্রতি তিনি তাঁর তুতো ভাই রানা দাগগুবাতির টক শো-তে এসেছিলেন। সেখানেই বিয়ে, পরিবার, সন্তান নিয়ে কথা ওঠে। রানা জানতে চান, তাঁর ভাই এ ব্যাপারে আগাম কোনও পরিকল্পনা করে রেখেছেন কি না। তখনই নাগা জানান, তাঁর কাছে সুখি পরিবার মানে একাধিক সন্তান। অর্থাৎ, মাত্র এক সন্তানে সুখি হবেন না তিনি। শোভিতারও কি এক মত? তাঁর বক্তব্য অবশ্য জানা যায়নি।